Wednesday, December 4, 2024
- Advertisement -

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ তীর্থধাম অক্ষয় তৃথী উপলক্ষে উচ্ছে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে।

- Advertisement -

ময়নাগুড়ি, কনক অধিকারী:-  মঙ্গলবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ তীর্থধাম অক্ষয় তৃথী উপলক্ষে উচ্ছে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে। গত দুবছর ধরেই করোনা পরিস্থিতির কারণে মন্দির তেমন ভিড় লক্ষ করা যায়নি, তবে এ বছর করুণা কাটিয়ে উচ্ছে পড়া ভিড় মন্দির চত্বরে। পাশাপাশি গত কয়েকদিন আগে জল্পেশ মন্দির এর পাশেই সরকারিভাবে কাজ করার ফলে এক শিবলিঙ্গ পাওয়া যায়, তবে সেই শিবলিঙ্গ কে পুজো দেওয়ার জন্য অনেক মানুষের ভীর নামে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির আজ পুজো দিতে দেখা গেল ডুয়ার্স এর মানুষদের।

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ তীর্থধাম অক্ষয় তৃথী উপলক্ষে উচ্ছে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে।

MORE NEWS – IPL আইপিএল খেলায় বাজি ধরে বারবার সর্বস্বান্ত হওয়ায়, অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক।

Tv20 Bangla:- আইপিএলে বাজি ধরে সর্বস্বান্ত হয়ে আত্মঘাতী এক যুবক, ঘটনায় তীব্র চাঞ্চল্য। জানা যায়, শান্তিপুর ফুলিয়া চটকাতলা এলাকার যুবক সঙ্গম মজুমদার( ৩৪)একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। গতকাল রাতে ওই যুবক দোতালার একটি ঘরে বসে টিভিতে আইপিএল খেলা দেখছিল, পাশাপাশি পরিবারকে বলে আমার খাবার রেডি করো। রাত্রি এগারোটা ত্রিশ নাগাদ ওই যুবকের মা রাতের খাবার খাওয়ার জন্য দোতালায় উঠে ওই যুবককে ডাকতে গেলে দেখে ঘরের দরজা খোলা। এরপর ভেতরে গিয়ে দেখে ওই যুবক ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। যুবকের মা চেঁচামেচি করতেই ছুটে আসে পরিবারের অন্যান্য লোকজন, এরপর তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যদিও যুবকের আত্মঘাতীর ঘটনায় পরিবারের কাছ থেকে জানা যায়, ওই যুবক মাঝেমধ্যেই আইপিএল খেলায় বাজি ধরতো। CONTINUE READING

রাস্তায় জমে থাকা কাদায় পিছলে গাছে গিয়ে ধাক্কা মারল পুলিশের গাড়ি, গুরুতর জখম এক আধিকারিক সহ পাঁচ পুলিশ কর্মী।

কয়েক মিনিটের মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড মালদায় একটি বেসরকারি স্কুল সহ বেশ কয়েকটি বাড়ি, দোকান ঘর।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর প্রতিবাদে শান্তিপুর থানাতেও অভিযোগ দায়ের।

Nabanna নবান্ন সভাঘর থেকে পুলিশকে সাংবাদিকদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

পবিত্র ঈদ উৎসবে আনন্দে মেতে উঠবেন মুসলিম সম্প্রদায়ের সকল সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments