Saturday, December 7, 2024
- Advertisement -

উত্তর কলকাতার শ্যামপুকুর ও মানিকতলার বেশ কিছু রেশন দোকান পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।

- Advertisement -

নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- খাদ্যসাথী উপোভোক্তা দিবস উপলক্ষে ৩শ’রা এপ্রিল রবিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘোষ পাড়ায় সহ উত্তর কলকাতার শ্যামপুকুর ও মানিকতলার বেশ কিছু রেশন দোকান পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। সকাল সকাল দুয়ারে মন্ত্রীকে পেয়ে স্বভাবতই খুশি রেশন গ্রাহকরা। এদিন মন্ত্রী রথীন ঘোষ রেশন পাওয়া নিয়ে কোন সমস্যা আছে কিনা সেটা নিয়েও সরাসরি গ্রাহকদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি খাদ্যসাথী প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি সুবিধা সাধারণ গ্রাহকরা পাবেন সে বিষয়েও অবহিত করেন রেশন দোকানে আসা উপভোক্তাদের। পরিশেষে মন্ত্রী জানান রাজ্য সরকারের দেওয়া খাদ্য সামগ্রী সাধারণ উপভোক্তারা ঠিকঠাক পাচ্ছেন কিনা সে বিষয়ে সর্বত্র নজরদারি রাখছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারে বিমাতৃসুলভ আচরণকে উপেক্ষা করে রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষের হাতে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেই পরিষেবা কে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছি জানালেন খাদ্য মন্ত্রী রথিন ঘোষ।

উত্তর কলকাতার শ্যামপুকুর ও মানিকতলার বেশ কিছু রেশন দোকান পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।

MORE NEWS – জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদে সিলিন্ডার চাপিয়ে রিক্সা চালিয়ে অভিনব প্রচার কংগ্রেস প্রার্থীর।

কাজল মিত্র :- আসানসোল লোকসভা উপনির্বাচন ঘিরে অভিনব কায়দায় প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুঁইতনডি ।এদিন তিনি জ্বালানি ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার সকালে  ঠ্যালা রিক্সায় খালি সিলিন্ডার চাপিয়ে নিজে রিকশা চালিয়ে আসানসোলের জিটি রোডের গীর্জা মোড় থেকে হটন রোড, এস বি গরাই রোডে গিয়ে অভিনব প্রচার করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর এস এম মুস্তফা, প্রাক্তন কাউন্সিলর অশোক রায় ও শাহ আলম। এফিন কংগ্রেসের প্রার্থী তার অভিনব প্রচার নিয়ে বলেন, আজ পেট্রোল ১১০ টাকা পার করেছে। ডিজেল ১০০ টাকা ছুঁই ছুঁই। আর রান্নার গ্যাস হাজারে পৌঁছেছে। আর ইউপিএ জমানায় সামান্য কিছু দাম বাড়লে বিরোধীরা ত্রাহি ত্রাহি রব তুলতো। CONTINUE READING

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments