উত্তর 24 পরগনা জেলার বারাসাতে জাল নথিপত্র তৈরীর করার অভিযোগে গ্রেপ্তার ১। নিশীথ দাস, রাজু দাস উত্তর 24 পরগনা :- ঘটনাটি ঘটেছে বারাসাত থানার বনমালী পুর এলাকায় ,গত তিন মাস আগেই এ এন আই বারাসাত থেকে ভুয়ো নথিপত্র তৈরি করার অভিযোগে সমরেশ বিশ্বাস নামে এক ব্যাক্তি কে গ্রেফতার করেছিল। সেই তদন্তে নেমেই উঠে এসেছিল এই সাগর দেব নামে অপর অভিযুক্তের নাম। দীর্ঘদিন ধরে বারাসাত থানার পুলিশ খোঁজ করছিল সাগর দেবেকে। অবশেষে সাগর দেবের প্রথম বউ এর সহযোগিতায় আজ সকালে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করল সাগর দেব কে ।
অভিযুক্ত সাগর দেবের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথিপত্র । পাশাপাশি উদ্ধার করা হয়েছে বারাসাতের স্বনামধন্য সরকারি একটি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের একাধিক স্কুল সার্টিফিকেট। এছাড়া উদ্ধার হয়েছে বারাসাত পৌরসভার জন্ম সার্টিফিকেট এর জাল নথিপত্র। অভিযুক্তের প্রথম পক্ষের স্ত্রীর অভিযোগ এই সাগর দেব ও এ এন আই এর হাতে গ্রেপ্তার হওয়া সমরেশ বিশ্বাস এর সাথে যোগাযোগ করেই বাংলাদেশ থেকে এদেশে নিয়ে আসতো একাধিক অনুপ্রবেশকারী ।
এবং সেই সকল অনুপ্রবেশকারীদের ভারতীয় সমস্ত নথিপত্র করে দিতেন সমরেশ ও সাগর দেব । এদের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে বারাসাত থানার পুলিশ । বারাসাত পুলিশ সুপার জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে অনেকদিন আগে থেকেই তাদের কাছে খবর ছিল, আর সেই খবরের ভিত্তিতেই আজ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, শুরু হয়েছে তদন্ত খতিয়ে দেখছে এর শিকড় কোথায় ।
উত্তর 24 পরগনা জেলার বারাসাতে জাল নথিপত্র তৈরীর করার অভিযোগে গ্রেপ্তার ১
আরও খবর- বর্ষবরণের আগের সন্ধ্যায় দুটি ভিন্ন মর্মান্তিক পথদুর্ঘটনায় ৩জনের মৃত্যুকে কেন্দ্র করে বর্ষবরণের উৎসাহ ম্লান হয়ে গেল ঘাটালমহকুমা বাসীর কাছে
শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-বর্ষবরণের আগের সন্ধ্যায় দুটি ভিন্ন মর্মান্তিক পথদুর্ঘটনায় ৩জনের মৃত্যুকে কেন্দ্র করে বর্ষবরণের উৎসাহ ম্লান হয়ে গেল ঘাটালমহকুমা বাসীর কাছে। শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ একটি স্কুটিতে করে এক মহিলা আরোহী সহ এক ব্যক্তি ঘাটাল -মেছগ্রাম রাজ্য সড়ক ধরে কুশপাতার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে দ্রুত বেগে আসা একটি ডাম্পার পাঁশকুড়া বাসস্ট্যান্ডে তথা ঘড়ি মোড় এলাকায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় বাইক আরোহী ওই মহিলা। Continue Reading