Wednesday, January 22, 2025
- Advertisement -

উদয়পুরে এক ভুয়া সাংবাদিক আটক

- Advertisement -

প্রতিনিধি বিপ্লব দে, ত্রিপুরা :-উদয়পুরে এক ভুয়া সাংবাদিক আটক ‌। ভুয়া সাংবাদিক এর নাম সুমন মোদক ।এই ভুয়া সাংবাদিকের বাড়ি উদয়পুর ধ্বজনগর কলেজ টিলা মোদক পাড়া এলাকায় । জানা যায় , দীর্ঘদিন ধরে এই যুবক সুমন দাস তার বাইকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি প্রেস স্টিকার লাগিয়ে দিব্যি উদয়পুরে ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। সেই সাথে একটি বেসরকারি অনলাইন খাবারের কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করে সে। বুধবার রাতে ডেলিভারিবয় সুমনের বাইকে প্রেস স্টিকার লাগানো দেখে সন্দেহ বাদে কর্মরত সাংবাদিকদের মধ্যে। এই ঘটনা কর্মরত সাংবাদিকদের নজরে আসতেই খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পরে পুলিশ গিয়ে তাকে উদয়পুর মহাদেব দিঘী পাড়ের এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত এই যুবক তার বাইকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিদিন উদয়পুর শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতো। কিন্তু পুলিশ তাকে আটক করার সাহস দেখায়নি কোনদিন বলে জানা যায়। এই ধরনের ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে অন্য কোন উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কিনা সুমন মোদক এর মধ্যে তা নিয়ে উঠছে প্রশ্ন? বর্তমানে রাধাকিশোর পর পুলিশের হেফাজতে রয়েছে ভুয়া সাংবাদিক উদয়পুরের বাসিন্দা সুমন মোদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments