Tv20 Bangla:- এক কৃষকের তৎপরতায় উদ্ধার হলো অসুস্থ বিলুপ্তপ্রায় প্রাপ্তবয়স্ক একটি বাজপাখি। জানা যায়, শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত ব্রম্য শাসন খড়ের মাঠ এলাকার কৃষক রামচন্দ্র হাজরা এলাকারই তার একটি আম বাগানের রক্ষনাবেক্ষনের সময় অসুস্থ বিলুপ্তপ্রায় একটি বাজপাখি মাটিতে পড়ে থাকতে দেখে। এরপরে ওই কৃষক ওই বাজপাখি টিকে মাটি থেকে উদ্ধার করে সোজা শান্তিপুর পশু হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, পাশাপাশি খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। শান্তিপুর পশু হাসপাতালে এসে পৌঁছায় অনুপম সাহা, এরপর পূর্ণবয়স্ক বাজপাখি টিকে প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা করে। অনুপম সাহা জানান, বাজপাখি টিকে এখন প্রাথমিক চিকিৎসা করা হলো এখন বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে, সেখানেই বাজ পাখিটির পুনরায় চিকিৎসা করানো হবে। যদিও উদ্ধারকারী অনুপম সাহা বলেন, এই ধরনের পূর্ণবয়স্ক বাজপাখি এখন সচরাচর দেখা যায় না, যদিও তারা উঁচু গাছে থাকতে ভালবাসে। কিন্তু বিভিন্ন টাওয়ারের রেডিয়েশন বেশি থাকায় ক্ষতি হচ্ছে এ ধরনের বিলুপ্তপ্রায় পাখি গুলির।
উদ্ধার প্রাপ্তবয়স্ক বিলুপ্তপ্রায় একটি অসুস্থ বাজপাখি।
MORE NEWS – Dadagiri দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- দাদার সঙ্গে দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল বাঁকুড়ার জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল। মাম্পির এই কৃতিত্বের খুশি তার পরিবারের সদস্যরা সহ গোটা জয়পুরবাসী। দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলীকে সামনাসামনি দেখার এবং তার সঙ্গে খেলার ঘোর যেন এখনো কাটছে না জয়পুরের বনলতা রিসোর্ট এর মালিক মহাদেব মন্ডলের পুত্রবধূ মাম্পি মন্ডলের। মাম্পির আশা দাদাগিরির প্লাটফর্মে বনলতা রিসোর্ট এর নাম ছড়িয়ে দেওয়ায় তাদের এই রিসোর্ট ভারতবর্ষের মানুষের পরিচিত হয়ে উঠবে। শ্বশুরমশাই মহাদেব মণ্ডল অক্লান্ত পরিশ্রম করে এই রিসোর্ট দাঁড় করিয়েছেন। পরে মহাদেববাবুকে সাহায্য করতে এগিয়ে আসে তার ছেলে অমিত মন্ডল। মাম্পির কোথায় ‘আমার শ্বশুরমশাই আর স্বামীর স্বপ্ন এই বনলতা রিসোর্ট। CONTINUE READING
দাবদাহ কে উপেক্ষা করে, দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে মা শীতলা পুজো দিলেন ভক্তরা লছিপুরে।
২৪ ঘন্টা কাটতে চললেও এখনও কোন হদিশ মিলল না নিখোঁজ যুবকের। জোরদার তল্লাশি অভিযান ডুবুরির।