Friday, December 6, 2024
- Advertisement -

উপপ্রধান প্রবীর পাত্র এর নেতৃত্বে করোনার সচেতনায় বাজারে ও রাস্তায় নেমে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ

- Advertisement -

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:-ফের আবারও করোনার বাড় বাড়ন্ত, তার মধ্যে ওমীক্রণের আতঙ্ক, তারই মাঝে সাধারণ মানুষকে রক্ষার্থে করোনা সচেতনতার প্রচারে নামলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের মাথুর অঞ্চল তৃণমূল কংগ্রেস I আজ ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের মাথুর অঞ্চল করাই বেড়িয়া তে বিভিন্ন এলাকায় দোকান ও রাস্তায় ঘুরে ঘুরে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করে সচেতনতা প্রচার করলেন। প্রবীর পাত্র তিনি নিজ হাতে দোকান দার ও পথ চলতি মানুষদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে করোনার তৃতীয় ঢেউ আটকানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন, যাতে বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার করেন সকলেই। সচেতনতার প্রচারে প্রবীর পাত্র এর সঙ্গে ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবী কার্তিক গাঙ্গুলি, বুথ সভাপতি অমিতাভ মন্ডল, হিরণজন মন্ডল, সুদীপ জানা সহ আরও অনেকে। উপপ্রধান

উপপ্রধান প্রবীর পাত্র এর নেতৃত্বে করোনার সচেতনায় বাজারে ও রাস্তায় নেমে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ

কার্তিক গাঙ্গুলি বলেন অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি, তিনি আরও বলেন অঞ্চলে অধিকাংশই ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং যারা এখনো ভ্যাকসিন নিতে বাকি আছে তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনও জানান। এবং এই করাই বেরিয়া হাট কোভিডের কথা মাথায় রেখে সপ্তায় দুই দিন বন্ধ থাকার কথা বলেনI

মরণোত্তর চক্ষুদান ও দেহদান সংগ্রহের সচেতনা শিবির ও প্রচার অভিযান

More News- ফুটপাত বাসীদের পাশে দাঁড়াল “চকঠাকুরাণী মানুষ মানুষের জন্য

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- রাতের পর রাত, দিনের পর দিন কনকনে ঠান্ডায় কাটানো ছোট ছোট শিশুরা, বৃদ্ধ-বৃদ্ধা বয়স্ক মানুষ গুলোর কাছে শীতকাল যেন এক অভিশাপ। গৃহহীন মানুষ গুলোর একটাই চাহিদা থাকে একটা গরম কাপড় উষ্ণ আশ্রয়। কারণ তাদের কাছে এই ঠান্ডা মানে অনেক যন্ত্রনার। রাতে শিশুদের ফুটপাতে ঘুমানো যেমন অসুবিধার, তেমনি অসুবিধা ফুটপাতো স্যাঁতস্যাঁতে ঠান্ডা মেঝে। সারা রাত না ঘুমিয়ে কোন রকম ভাবে ফুটপাতের ধারে শুয়ে থাকা বাবা-মা বোঝে তাদের কষ্টটা। কিন্তু নিরুপায়। তাদের কেউ নেই। তাদের দিকে তাকাবার, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা একটু হলেও লাঘব করার কেউ নেই। ফুটপাত দিয়ে অনেক উচ্চবিত্ত, মধ্যবিত্তই যায়। তাদের দেখে , কিন্তু পাশে কেউই দাঁড়ায় না। তাদের দিকে কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments