নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর :- ঋণে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। আত্মঘাতী যুবকের নাম শেখ মোহিত, বয়স প্রায় ৪৪ বছর। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। পেশায় ছিলেন এক ব্যাবসায়ী। পরিবার সূত্রের জানা গেছে, গত ১৮ ই জানুয়ারি থেকে শেখ মোহিত নিঃসন্ধান ছিলেন। দু দিন স্বামীর নিঃসন্ধানে, স্ত্রী স্থানীয়দের ঘটনাটি জানায়। ঘটনা জানার পর স্থানীয়রা শেখ মোহিত কে খোঁজার জন্য চেষ্টা করেন। কিন্তু, অনেক খোঁজা খুঁজি পরও পাওয়া যায়নি মোহিতকে। আজ সন্ধ্যা প্রায় সাড়ে সাতটায় শেখ মোহিত কে তার অফিস রুমে খুঁজতে এসে দেখেন যে, দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। সবাই সন্দেহজনক ভাবে দরজা টি ভেঙ্গে ভেতরে প্রবেশ করায় মোহিতের ঝুলন্ত দেহ দেখতে পান। মোহিত সিলিং ফ্যানে দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে।
তার এই ঝুলন্ত মৃত দেহ দেখে পরিবার সহ প্রতিবেশী রা আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ এগরা পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মোহিতের ঝুলন্ত মৃত দেহকে উদ্ধার করে। মৃতের সঙ্গে, মৃতের নিজ হাতে লেখা এক চিঠি পুলিশের হাতে পড়ে। যাতে উল্লেখ আছে যে, “আমি মোহিত – তিন জনের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম। আসলের তুলনায় তিন গুন টাকা দিয়ে দিয়েছি। কিন্তু, তারা বলছে আসল টাকা শোধ হয়নি। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এরা বাঁচতে দিল না” মোহিতের মৃতদেহ এগরা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। আগামী কাল ময়না তদন্তে পাঠানো হবে বলে, পুলিশ সূত্রের খবর।
ঋণে জর্জরিত হয়ে আত্মঘাতী এক যুবক
এগরা পৌরসভা নির্বাচনের প্রাককালে ৮ নং ওয়ার্ডে তৃণমূলের সংগাঠনিক সভা হলো
More News – পৌরসভা নির্বাচনের আগে জোর ধাক্কা শাসকদল তৃণমূল কংগ্রেসে
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : পৌরসভা নির্বাচনের আগে জোর ধাক্কা শাসকদল তৃণমূল কংগ্রেসে । 2021 বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক দেখা দিয়েছে । এমনকি হেভিওয়েট নেতৃত্বরাও নিজেদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে । কিন্তু তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগদান সচরাচর এমন ছবি দেখা যায় না । যেমনটা শুক্রবার ধরা পড়ল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে । Continue Reading