Saturday, December 7, 2024
- Advertisement -

এই সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ

- Advertisement -

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- হাওড়া জেলা প্রশাসন করোনা সংক্রমণ রোধে এই সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তে হাট ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। সোমবার দিন হাট ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী নিয়ে রাস্তার ফুটপাতে দোকান লাগিয়ে ছিলেন। রমরমিয়ে বিকিকিনি ও চলছিলো।সহসা পুলিশ এসে হাট ব্যবসায়ীদের উঠিয়ে দেয়। এরপর হাট ব্যবসায়ীরা প্রশাসনের দিকে প্রশ্ন তুলে বলেন, “হাওড়ায় অন্যান্য যে সব হাট রয়েছে, মেটিয়াবরুজে যে সব হাট রয়েছে সে গুলো বন্ধ না করে তা চালু রাখা হয়েছে। আর এই শতাব্দী প্রাচীন হাওড়া মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। কেন বারংবার হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ীদের পেটে লাথি মারা হচ্ছে। অন্যান্য হাট যখন খোলা আছে মঙ্গলাহাট কেন বন্ধ থাকবে।

এই দাবি কে সামনে রেখে সোমবার দিন মঙ্গলাহাট ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশকে অমান্য করে হাটে তাদের পসরা সাজিয়ে ব্যবসা করতে থাকেন। এই কারণে পুলিশ প্রশাসন তাদের তুলে দেন। এতে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। ওমিক্রন এর সংক্রমণ রোধে হাওড়া থানা প্রশাসন মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত । হাওড়া জেলা হাসপাতাল আছে হাওড়ার সুপ্রাচীনএই মঙ্গলাহাটের গায়েই। এই হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমন কি জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী, রোগীর আত্নীয় স্বজন এই হাসপাতালে আসা যাওয়া করেন।তাই সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। রাজ্যের অন্য কোথাও জেলার সবচেয়ে বড় হাসপাতাল হাটের শাশে অবস্থিত নয়। এই কারণেই হাওড়া জেলা প্রশাসন কোভিড সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা অভিমত পোষণ করে বলেন, “জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সঠিক।”

এই সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ

More News- জনমত গঠনে সমাজ সচেতনার প্রসারে বর্তমান যুগের সংবাদমাধ্যম ও সংবাদপত্রের গুরুত্ব

টিভি 20 বাংলা ডেস্ক :- সমাজ গঠনের দৈনন্দিন পরিস্থিাতির সঙ্গে সম্পৃক্ততারয় এবং নিরন্তর তার বস্তনিষ্টা উপস্থাপনায় সংবাপত্র শক্তিশালী হলো গণমাধ্যম। জনমতের প্রতিফলনে ও জনমত গঠনে সংবাদপত্র পালন করে শক্তিশালী ভূমিকা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বহু দল ও মতের ধারক- বাহক হিসেবে সংবাদপত্র সরকার ও জনগণের মধ্যে এক মেলবন্ধনের সেতুবন্ধন রচনা করে থাকে । সংবাদপত্র  যুক্তি ও বিভিন্ন তথ্যনির্ভরের ওপর আলোচনা প্রকাশ করে পাঠকের নিজস্ব অভিমত গঠনে ভূমিকা রাখে।সংবাদপত্র সরকারের জনকল্যাণকর পদক্ষেপকে সমর্থন ও গণবিরোধী নীতির সমালোচনার মাধ্যমে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব জ্ঞানচর্চার ক্ষেত্রে সংবাদপত্র পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতখানি তা অপরিহার্য। সংবাদপত্র পড়ার উপকারিতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বিশ্বের ঘটে চলা সব গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হল সংবাদপত্র। Continue Reading

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments