শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর :-বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত অর্জুনী এলাকার একটি তেল পাম্পের পাশে একটি পুষ্করিনী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করতে গিয়ে দেখেন তেল পাম্পের পাশের পুকুরে ভাসছে এক ব্যাক্তির দেহ! সাথে সাথেই খবর দেওয়া হয় ডেবরা থানায়। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে। এখনও পর্যন্ত মৃত ওই ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। রহস্যজনক এই দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই দিনে
নিছকই এটি কোনও দুর্ঘটনা ! নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, সেই রহস্য উদঘাটনে ডেবরা থানার পুলিশ তদন্তে নেমেছে। অন্যদিকে সাতসকালে বাঁশবন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলকায়। বৃহস্পতিবার সাত সকালে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগীরথপুর এলাকার বাঁশ বন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে ঐ এলাকারি বাসিন্দা কৃষ্ণপদ সামন্ত তার বাড়ির লাগোয়া একটি বাঁশ বনে গলায় দড়ি দেন। ঘটনার খবর যায় চন্দ্রকোনা টাউন থানায়। আজ সাত সকালেই চন্দ্রকোনা টাউন থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনাই শোকোস্তব্ধ এলাকায়
একই দিনে দুই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে
জোটের মাধ্যমে পুরো নির্বাচনে দল সামিল হবে কিনা, তা এখনো আলোচনা সাপেক্ষ বললেন মহম্মদ সেলিম
ভারতীয় রেলে আর গার্ড নয়, এখন থেকে ট্রেন ম্যানেজার হিসেবে পরিচয়
More News- বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রাম এর নবীন লেখক রূপম মুখার্জির লেখা বই প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়
নিজস্ব প্রতিনিধি, ছাতনা :- বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রাম এর নবীন লেখক রূপম মুখার্জির লেখা বই প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়। প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্রের লেখা গল্প-কবিতা বেশ জন প্রিয় ফেসবুক এর দেওয়ালে। উঠতি লেখক এর কথায়,- “শুশুনিয়া ঐকতান এর ‘হাতেখড়ি’ পত্রিকাতে প্রথম গল্প প্রকাশ, তারপর থেকেই একক বই বের করার ইচ্ছে। ‘বে রঙিন কলম’ প্রকাশনী থেকে এই বইটি প্রকাশ হচ্ছে। তবে বইটি পাঠকের মন জয় করতে পারবে বলে আশা করছি।” Continue Reading