বিষ্ণুপুর, বাঁকুড়া:- বিষ্ণুপুর BSSA স্টেডিয়ামে বিষ্ণুপুর মহকুম রিপোর্টার একাদশ ও বিষ্ণুপুর মহকুমা পুলিশ একাদশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো, এই ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করলো মহকুমা পুলিশ একাদশ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বিষ্ণুপুর মোহকুমা পুলিশ একাদশ। বিষ্ণুপুর রিপোর্টার একাদশ নির্ধারিত ১২ ওভারে চার উইকেট এর বিনিময়ে ৮১ রান করে। রিপোর্টার একাদশের মধ্যে কৈলাস বিশ্বাস ২৯ বলে ২৯ রান করে। এবং বিষ্ণুপুর মহকুমা পুলিশ একাদশের পিএসআই সায়ন পানি তিন ওভারের বিনিময়ে ১৩ রান দিয়ে দুই উইকেট তুলে নেয়। অন্যদিকে পরে ব্যাট করতে নেমে বিষ্ণুপুর মহকুমা পুলিশ একাদশ ৮.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। মহকুমা পুলিশ একাদশের বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন মাকসুদ হাসান ৩০ বলে ৪৪ রান করেন। এবং ওসি পাত্রসায়ের সৌমেন ভট্টাচার্য ১৯ বলে ৩৬ রান করেন। বিষ্ণুপুর রিপোর্টার একাদশের দেবব্রত মণ্ডল তিন ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট তুলে নেন। অর্থাৎ বন্ধুত্বপূর্ণ এই ম্যাচে ৯ উইকেটে রিপোর্টারদের হারিয়ে জয়লাভ করে বিষ্ণুপুর মহকুমা পুলিশ একাদশ। ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ হন বিষ্ণুপুর মহকুমা পুলিশ একাদশের বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হাসান।
- Advertisement -
একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলায় রিপোর্টারদের হারিয়ে ৯ উইকেটে জয়লাভ করল বিষ্ণুপুর মহকুমা পুলিশ একাদশ

- Advertisement -
- Advertisment -