নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সুকান্ত পল্লী থেকে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বন দপ্তর। সোনামুখী কলেজের সামনে সুকান্ত পল্লী এলাকায় তাপস চ্যাটার্জি নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় চার ফুট লম্বা একটি বিষধর চন্দ্র বোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর সূত্রে জানতে পারা যায় সুরজিৎ খান নামে এক যুবক তাপস চ্যাটার্জির বাড়িতে ভাড়া থাকেন তিনিই প্রথম এই বিষধর চন্দ্র বোড়া সাপটিকে দেখতে পান। তখন তিনি বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই সাপটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যান। পরে সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানান, পরিবেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে তাই সকলে একটু সতর্ক থাকবেন।
একটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বনদপ্তর
Covid Vaccine আজ থেকে শুরু হলো বারাসাত গার্লস স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া ৷
More News – বাঙাল বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো ঐতিহ্য আজও অমলিন
প্রতিনিধি আইয়ুব আলী, মুর্শিদাবাদ:- দূর্গা পূজার পরের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতে আপামর বাঙালি, মূলত পূর্ব বঙ্গের লোকেরা অর্থাৎ বাঙাল সম্প্রদায়ের মানুষ বিশেষ ভাবে লক্ষ্মী পূজার আয়োজন করে থাকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে, যেমন মুর্শিদাবাদের কান্দির সাহা পরিবার পারম্পরিক রীতি মেনে যুগ যুগ ধরে মাটির সড়াই লক্ষ্মী পুজোর আয়োজন করে আসছে, পাশাপাশি কান্দির সাহা পরিবারের এই লক্ষ্মী পূজায় কিছু বিশেষ রীতি রেওয়াজ চলে আসছে আজও যেমন লক্ষ্মী দেবীকে অর্পণ করা হয় এখানে বউ নারকেল বিভিন্ন রকমের নাড়ু এবং ধন কুবের পুজো করা হয় ধন-সম্পদের আশায়। সাহা পরিবারের সদস্যরা জানিয়েছেন লক্ষী পূজোতে সারাদিনে Continue Reading