Friday, December 6, 2024
- Advertisement -

একনজরে দেখেনিন এবছরের সময়সূচী

- Advertisement -

এক নজরে এবারের পুজোর নির্ঘন্ট

২০২৪ এর পুজোর নির্ঘন্ট কিন্তু একটু জটিল।

এ বছরের দুর্গা পুজো অন্যবারের তুলনায় কিছুটা হলেও আলাদা। কারণ এই বছর অষ্টমী ও নবমী তিথি পড়েছে একই দিনে। তাছাড়া তিথি শুরু ও ছাড়ার সময়টাও গতবারের পুজোগুলির তুলনায় একটু আলাদারকমের। কবে কোন দিনের পুজো জেনে নেওয়া যাক। বছরের দুর্গা পুজো অন্যবারের তুলনায় কিছুটা হলেও আলাদা। কারণ এই বছর অষ্টমী ও নবমী তিথি পড়েছে একই দিনে। তাছাড়া তিথি শুরু ও ছাড়ার সময়টাও গতবারের পুজোগুলির তুলনায় একটু আলাদারকমের। কবে কোন দিনের পুজো জেনে নেওয়া যাক।

 

পঞ্জিকা মতে –

 

শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট –

*বোধন: ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

*মহাপঞ্চমী: ৮ অক্টোবর। ২১ আশ্বিন। মঙ্গলবার।

*মহাষষ্ঠী: ৯ অক্টোবর। ২২ আশ্বিন। বুধবার। কল্পারম্ভ: সকাল ৬।৩০, আমন্ত্রণ এবং *অধিবাস: সন্ধ্যা ৬।৩০

*মহাসপ্তমী: ১০ অক্টোবর। ২৩ আশ্বিন। বৃহস্পতিবার। পুজো আরম্ভ: ভোর ৫।৩০ থেকে

*মহাষ্টমী: ১১ অক্টোবর। ২৪ আশ্বিন। শুক্রবার। মহাষ্টমীর পুজো আরম্ভ: ভোর ৫।৩০ থেকে। কুমারী পুজো: সকাল ৯।০০ থেকে শুরু। সন্ধিপুজো: সকাল ১১।৪৩ থেকে দুপুর ১২।৩১-এর মধ্যে।

*মহানবমী: ১২ অক্টোবর। ২৫ আশ্বিন। শনিবার। পুজো আরম্ভ: ভোর ৫।৩০ থেকে। হোম: সকাল ৯।৪৫।

*বিজয়াদশমী: ১৩ অক্টোবর। ২৬ আশ্বিন। রবিবার। পুজো আরম্ভ: ভোর ৬।৩০ থেকে। বিসর্জন: ৬।৪৫ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments