মালদা,বিশ্বজিৎ মন্ডল:- আজ সকালে এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা মহিষ হাটে এক আম বাগানে। তবে পৌঢ়ার নাম, ঠিকানা কিছুই জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কুশিদা মহিষ হাটে এক আম বাগানে মাচার উপরে ওই পৌঢ়ার মৃতদেহ পরে থাকতে দেখতে পান স্থানীয়রা। খবর চাউর হতেই দেহটি ঘিরে ভিড় জমতে থাকে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে পৌঢ়ার পরিচয় জানার চেষ্টা করছেন। তবে পৌঢ়ার পরিচয় জানতে পারলে এই তদন্তের কাজ অনেকটাই সহজ হবে বলে মনে করছে পুলিশ।
কুশিদা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম জানান,প্রায় ৭৫-৮০ বছর বয়সী এক পৌঢ়ার মৃতদেহ পাওয়া গেছে কুশিদা হাটখোলার মহিষহাটির আমবাগানে। মৃত পৌঢ়া সকলের কাছে অপরিচিত। তার কাছ থেকে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তবে তার ব্যাগ থেকে পাওয়া গেছে একটি জলের বোতল, একটি চাদর ও ১১০ টাকা। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
এক অজ্ঞাত পরিচয় পৌঢ়ার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য কুশিদায়,মৃত্যু ঘিরে রহস্য,তদন্তে পুলিশ।
MORE NEWS – নিখোঁজ স্কুলবাসের সন্ধান মিলল ৩ ঘন্টা পরে৷
নিশীথ দাস,TV-20 বাংলা:- মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের ৪০ জন পড়ুয়া বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। অভিভাবকদের দাবি আজ ১১টা বেজে ১৫ মিনিটে স্কুল ছুটি হয়ে যায়। তারপর কেটে যায় দীর্ঘ সময় কিন্তু পড়ুয়ারা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান অভিভাবকরা। ছুটির পর প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে পড়ুয়ারা গাড়িতে করে বাড়িতে না পৌঁছানোয় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘক্ষণ যোগাযোগ করা যায়নি বাস চালকের সঙ্গেও।কয়েক ঘণ্টার চরম উৎকণ্ঠার পর খোঁজ মিলল মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের নিখোঁজ পড়ুয়াদের। বাসের বিভ্রাটের কারণে সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেনি পড়ুয়ারা দাবি স্কুল কর্তৃপক্ষের। CONTINUE READING