কাজল মিত্র সালানপুর :- সালানপুর থানার জেমারী গ্রামের রাজেশ বাউড়ি নামে এক ব্যাক্তি প্রায় পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর তার বস্তা বন্দি দেহ উদ্ধার হয়েছিল সালানপুর থানার অন্তর্গত কালীপাথর এনটিপিসির কাশিডাঙ্গা জঙ্গলের থেকে।ঘটনায় সালানপুর থানার পুলিশ নিখোঁজ অভিযোগের তদন্তে নেমে এরপরই দুই মহিলা সহ একজন পুরুষকে আটক করে সালানপুর থানার পুলিশ।অভিযুক্তদের নাম ভাদু বাউরি, পদ্দাবতীসোরেন, অমিতবাউরি। তারপরই আটক ব্যক্তিদের কাছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আর সেই সূত্র ধরেই আল্লাডি পঞ্চায়েতের আল্লাডি মোড় সংলগ্ন প্রমীলা নার্সারির সামনে এক চানক থেকে ওই মৃত ব্যক্তির বাইক উদ্ধার হয় ।
এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায় ।জানাযায় পুলিশ রাজেশ বাউরির বস্তাবন্দী মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ৷তবে রাজেশ বাউরির মোটর সাইকেলটি সাথে সাথে উদ্ধার করা সম্ভব হয়নি ৷তিনজন অভিযুক্তকে পুলিশ জেরা করে জানতে পারে রাজেশ বাউরির মোটর সাইকেলটি তারা আল্লাডি মোড় সংলগ্ন
প্রমীলা নার্সারির সামনে একটি পরিত্যক্ত চাণকের ভেতর ফেলে দিয়েছে।এরপর রবিবার মাইথনের নৌকা চালকদের নিয়ে এসে কাঁটা ফেলে পরিত্যক্ত চাণকের ভেতর থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে সালানপুর থানার পুলিশ।মোটর সাইকেলটি উদ্ধার করে সালানপুর থানাতে পুলিশ নিয়ে যায় ৷ ঘটনায় জড়িত টাকা তিনজনকে পুলিশ গ্রেফতার করে ৷ শনিবার তাদের আসানসোল আদালতে তোলা হয় ৷ পুলিশ ঘটনার তদন্তের সাপেক্ষে দশ দিনের হেফাজতে নিয়ে ।