চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে।দীঘা মেদিনীপুর লেন এর বাসটির সামনে আসা ডাম্পারকে রাস্তা দেওয়ায় বাসটি নিজেই নিয়ন্ত্রণ হারালো।দুর্ঘটনাটি ঘটেছে কৌড়দা পেট্রোলপাম্প ও কৌড়দা বাসস্ট্যান্ড এই মধ্যবর্তী স্থানে। বাসে বসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়েই হয়েছে দুর্ঘটনা। দূর্ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনস্থলে পৌঁছান।আহতদের উদ্ধার করেন।যাত্রীদের মধ্যে তেমন কিছু ক্ষতি না হলেও আহত হয়েছে অর্ধাংসের বেশি সঙ্গে বাস চালকও গুরুতর আহত হয়েছেন। আহত চালক বর্তমান চিকিৎসাধীন আছেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে।
MORE NEWS – দক্ষিণেশ্বরের নতুন থানার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার৷
নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা দক্ষিণেশ্বরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নতুন থানার শুভ উদ্বোধন হল, এই নতুন থানা উদ্বোধনে এসে বিতর্কিত মন্তব্য করলেন দমদমের বিধায়ক সাংসদ সৌগত রায়। তিনি বলেন, একটা ব্যাপার সবাইকে চিন্তিত করছে আমি জানি না সেটা সংবাদ মাধ্যমের প্রচারের জন্য কি না কিন্তু সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায়। এখানে দক্ষিণেশ্বর থানা তে একেবারে জিরো টলারেন্স করতে হবে। কোন রকম কোন ঘটনা ঘটলে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে সেটা আমাদের খুবই লজ্জার হবে। আমি আশা করি পুলিশ প্রশাসন সেই দিকে নজর রাখবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, CONTINUE READING