Friday, December 6, 2024
- Advertisement -

এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে।

- Advertisement -

চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে।দীঘা মেদিনীপুর লেন এর বাসটির সামনে আসা ডাম্পারকে রাস্তা দেওয়ায় বাসটি নিজেই নিয়ন্ত্রণ হারালো।দুর্ঘটনাটি ঘটেছে কৌড়দা পেট্রোলপাম্প ও কৌড়দা বাসস্ট্যান্ড এই মধ্যবর্তী স্থানে। বাসে বসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়েই হয়েছে দুর্ঘটনা। দূর্ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনস্থলে পৌঁছান।আহতদের উদ্ধার করেন।যাত্রীদের মধ্যে তেমন কিছু ক্ষতি না হলেও আহত হয়েছে অর্ধাংসের বেশি সঙ্গে বাস চালকও গুরুতর আহত হয়েছেন। আহত চালক বর্তমান চিকিৎসাধীন আছেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

এক যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে।

MORE NEWS – দক্ষিণেশ্বরের নতুন থানার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার৷

নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা দক্ষিণেশ্বরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নতুন থানার শুভ উদ্বোধন হল, এই নতুন থানা উদ্বোধনে এসে বিতর্কিত মন্তব্য করলেন দমদমের বিধায়ক সাংসদ সৌগত রায়। তিনি বলেন, একটা ব্যাপার সবাইকে চিন্তিত করছে আমি জানি না সেটা সংবাদ মাধ্যমের প্রচারের জন্য কি না কিন্তু সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায়। এখানে দক্ষিণেশ্বর থানা তে একেবারে জিরো টলারেন্স করতে হবে। কোন রকম কোন ঘটনা ঘটলে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে সেটা আমাদের খুবই লজ্জার হবে। আমি আশা করি পুলিশ প্রশাসন সেই দিকে নজর রাখবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, CONTINUE READING

বারাসাত চাঁপাডালি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় সোমবার সন্ধ্যায় উদ্ধার করলো বারাসাত থানার পুলিশ।

75 মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগ নিষিদ্ধ করার প্রাক মুহূর্তে বাজারগুলোর ক্রেতা এবং বিক্রেতাদের জনমত তৈরি করতে কথা বললেন বিধায়ক।

Bhatpara Municipality,ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত নাগরিকদের টেক্স প্রদানের অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন ছাত্র যুব তৃণমূলের কর্মীরা।

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্রর পক্ষে থেকে মগরাহাট ১নম্বর ব্লকে বিদেশি চারাগাছ বিতরণ করা হয়।

কান্দিতে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরূদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments