Saturday, December 7, 2024
- Advertisement -

এগরা পৌরসভা নির্বাচনের প্রাককালে ৮ নং ওয়ার্ডে তৃণমূলের সংগাঠনিক সভা হলো

- Advertisement -

চয়ন দাস, পুর্ব মেদিনীপুর :- আজ এগরা পৌরসভার ৮ নং ওয়ার্ডে সাংগাঠনিক সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ শে ফেব্রুয়ারি এগরা পৌরসভা নির্বাচন। নির্বাচন কে লক্ষ্য করে তার প্রাক কালেই সভা। সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রাঙ্গনে সুসম্পন্ন হয় সাংগাঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাহের খাঁন, লিয়াকত, ওয়ার্ড সভাপতি নাসির খাঁন, ওয়ার্ড তৃণমূল নেতা উদয় পাল। বিশেষ অতিথি ছিলেন- পাটাশ পুরের বিধায়ক উত্তম বারিক, ড: বাদল অশ্রু ঘাটা সহ অন্যান্য শুভানুধ্যায়ী ব্যাক্তি বর্গ ও নেতৃত্বরা। শতাধিক তৃনমূলের সমর্থক উপস্থিত ছিলেন সভায়। বক্তব্যে পটাশ পুরের বিধায়ক উত্তম বারিক বলেন, সামনে পৌরসভা নির্বাচন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। আমরা দলের সৈনিক রূপে লড়াই করবো। রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের আদর্শে এগিয়ে চলবো।

এগরা পৌরসভা নির্বাচনের প্রাককালে ৮ নং ওয়ার্ডে তৃণমূলের সংগাঠনিক সভা হলো

সোনামুখী পৌরসভার দশ বছরের প্রাক্তন সিপিআইএম চেয়ারম্যান কুশল ব্যানার্জি যোগ দিল তৃণমূল কংগ্রেসে

উপপ্রধান প্রবীর পাত্র এর নেতৃত্বে করোনার সচেতনায় বাজারে ও রাস্তায় নেমে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ

লখিমপুর খেরির কৃষক হত্যার ঘটনায় কোর্টে চার্জশিট পেশ করলো SIT কৃষক হত্যায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী, অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্র

পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনার জন্য জেলা বিজেপির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক বারাসাতে

সোনামুখী পৌর প্রশাসকের নিজের ওয়ার্ডের সাধারণ মানুষদের এখনো মেলেনি সরকারি বাড়ি ক্ষুব্দ সাধারন মানুষরা

বড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 “

More News- পূর্ব নবাসন গ্রামে অনুষ্ঠিত হল রানিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : পূর্ব নবাসন গ্রামে অনুষ্ঠিত হল রানিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পর্ব। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের শ্রীমা ক্লাবের পরিচালনায় এবং চিত্ত রঞ্জন সরকার এবং সনদ কুমার বাগদীর স্মৃতির উদ্দেশ্যে আটটি দল নিয়ে শুরু হয়েছিল একটি রানিং ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। যেখানে অংশগ্রহণ করেছিলেন ওন্দা আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটি ও দুর্গাপুর প্রগতী সংঘ ক্রিকেট একাদশ। দুই দলের মধ্যে টানটান লড়াই শেষে দুর্গাপুর জয়লাভ করে। খেলা দেখতে মাঠের চারি দিকে ক্রিকেট প্রেমী দর্শকরা ভিড় জমিয়েছিলেন। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments