Friday, December 6, 2024
- Advertisement -

এগরা সংস্কৃত মঞ্চ ও একরা মেলার পরিচালনায় ট্যাক্সি স্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো

- Advertisement -

চয়ন দাস পূর্ব মেদিনীপুর:- রক্ত , যা বৈজ্ঞানিক এই দুনিয়ায় এখনো আবিষ্কার হয়নি, যার উত্পত্তি একমাত্র মমানবদেহে। তাই আমাদেরই অন্যের বিপদে রক্তদান করতে হবে, এগিয়ে আসতে হবে।

 

এদিন এই সকল কথা মাথায় রেখে এগরা সংস্কৃতি মঞ্চ তথা এগরা মেলার পরিচালনায় এগরা ট্যাক্সি স্ট্যান্ড ময়দানের মেলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

 

এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন এগরা’র পৌরপ্রধান স্বপন কুমার নায়ক,মেলা কমিটির সেক্রেটারি মৃন্ময় মিশ্র,১নং ওয়ার্ডের কাউন্সিলর সুরজ আলী, এছাড়াও উপস্থিত ছিলেন মেলা কমিটির সদস্য প্রকাশ কুসুম দাশ,কৃষ্ণেন্দু দাস ছাড়াও অন্যান্য সদস্যগণ।

 

উক্ত রক্তদান শিবিরে প্রায় ৮০ জনেরও বেশি রক্তদাতা অংশগ্রহণ করেন, শুধু এগরা নয়, পাশ্ববর্তী এলাকার রক্তদাতারাও উপস্থিত ছিলেন উক্ত শিবিরে। এগরার পৌরপ্রধান স্বপন বাবু বলেন,”রক্ত মানুষের অন্যতম উপাদান,রক্তের অভাবে অনেক মানুষ প্রাণ হারান।রক্তের এই ঘাটতি মেটাতে ও রক্তের অভাবে প্রাণ হারানো মানুষদের কথা মাথায় রেখেই এই শিবির।”তিনি আরও জানান,”রক্তদান শুধুই রক্তদান নয় বরং জীবন দানও।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments