Saturday, December 7, 2024
- Advertisement -

এবার টাকা লেনদেনের হিসাব মিললো পার্থ ও অর্পিতার ডায়েরি থেকে

- Advertisement -

 

ডেস্ক রিপোর্ট : গত ২২শে জুলাই এবং ২৭শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার আবাসন থেকে উদ্ধার হত্তয়া ৫২ কোটি টাকার চাঞ্চল্যকর খবর গোটা রাজ্যবাসী সকলেই প্রায় জানেন। কিন্তু জানেন কি বিপুল এই টাকার লেনদেনের খবর ?

গত ২২শে জুলাই ২১ কোটি ৯০লক্ষ টাকার পাশাপাশি পাওয়া গিয়েছিল দুটি কালো ডায়েরী সহ একটি পকেট ডায়েরি। ইডি সূত্রের খবর , সম্প্রতি ওই ডায়েরিতে তল্লাশি চালালে ডায়েরি থেকে ওই কোটি টাকার লেনদেনের সমস্ত তথ্য উঠে এসেছে। ডায়েরি থেকে মিলেছে টাকা আনাগোনার তথ্য । সূত্রের খবর, ডায়েরির তথ্য অনুযায়ী শুধুমাত্র টাকা অর্পিতার ফ্ল্যাটে রাখতে যাওয়া হত না, কখনো কখনো টাকা আনতে যাওয়াও হত ।

বিপুল অঙ্কের এই টাকার হিসাব রাখা হতো ডায়েরি গুলিতে। কারা কারা টাকা রাখতে যেত অথবা টাকা আনতে যেত তাদের ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য লেখা রয়েছে ডারেয়ি গুলিতে। ইডি সূত্রের খবর, উদ্ধার করা তিনটি ডায়েরির মধ্যে দুটি ডায়েরী সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি হলো কালো ডায়েরি এবং অপরটি পকেট ডায়েরি। উক্ত এই দুটি ডায়েরীতে বিপুল টাকা লেনদেনের সমস্ত তথ্য লেখা রয়েছে।

প্রশ্ন একটাই, ডাইরিতে ওই হাতের লেখা কার? অর্পিতা নিজেই লিখতেন নাকি অন্য কাউকে দিয়ে এই ডাইরি পরিচালনা করা হতো? দরকারে হ্যান্ড রাইটিং এক্সপার্ট এর সাহায্য নেওয়া হতে পারে বলে ইডি সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments