Tuesday, March 25, 2025
- Advertisement -

এবার পথ দুর্ঘটনার কবলে পড়ল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আই এন টি ইউ সি এর সভাপতি সোমনাথ মুখার্জীর গাড়ি ।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সোনামুখী থানার চুরামনি পুরে রবিবার রাত বারোটা নাগাদ পথ দুর্ঘটনার কবলে পড়ল সোনামুখীর তৃণমূল নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আই এন টি ইউ সি এর সভাপতি সোমনাথ মুখার্জীর গাড়ি । পাশাপাশি এই ঘটনায় সোমনাথ মুখার্জী সহ আরো দুজন আহত হন । এ বিষয়ে সোমনাথ মুখার্জীকে ফোন করা হলে তিনি আমাদের জানান , বিষ্ণুপুর থেকে দলীয় মিটিং সেরে তিনি সোনামুখীতে নিজের বাড়িতে ফিরছিলেন সেই সময় হঠাৎই চুরামনি পুরে তার গাড়ির সামনে একটি বন্য শিয়াল চলে আসে এবং তখনই ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে উল্টে যায় গাড়িটি । এই ঘটনায় চালকসহ সোমনাথ মুখার্জী ও তার এক সঙ্গী হালকা আহত হন ।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । পুলিশ তাদেরকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেন । সোমনাথ মুখার্জী আরো জানান , ভগবানের অশেষ কৃপা রয়েছে তাই এই যাত্রায় বেঁচে ফিরলাম । আমরাও তার দ্রুত সুস্থতা কামনা করি ।

এবার পথ দুর্ঘটনার কবলে পড়ল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আই এন টি ইউ সি এর সভাপতি সোমনাথ মুখার্জীর গাড়ি ।

শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শান্তাশ্রম উৎসবের নকআউট সম্প্রতি কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো শান্তাশ্রম হাইস্কুল ফুটবল মাঠে

বিশেষ খবর- WB MLA WB সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : W B M L A W B সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়া জেলার চার বিজেপি বিধায়ক । যেখানে রয়েছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি , ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা , ইন্দাস বিধানসভার বি জে পি বিধায়ক নির্মল ধারা , বাঁকুড়া বিধানসভার বি জে পির বিধায়ক নীলাদ্রি শেখর দানা । আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা প্রসঙ্গত গতকাল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ও বাঁকুড়া সাংগঠনিক জেলা বি জে পির সভাপতি পদে রদ বদল হয় তার পরেই বি জে পির বিধায়ক দের গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া রীতিমতো রাজনৈতিক মহলে জল্পনার জন্ম দেয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments