এই প্রথমবার আদিবাসী মহিলা ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন এন ডি এ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর জয় ছিল প্রায় নিশ্চিত। এবার আনুষ্ঠানিক ভাবেই তাকে জয়ী ঘোষণা করা হলো। তার এই বিপুল জয় কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস।
প্রথম রাউন্ড শেষেই সাংসদের ৭৭৮ টি ভোটের মধ্যে ৫৪০ টি তেই এগিয়ে যান তিনি। অপর দিকে বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত সিং প্রথম রাউন্ড গণনার পর ভোট পেয়েছেন ২০৮ টি বৃহস্পতিবার তা জানান রিটার্নিং অফিসার পিসি মোদী। তিনি আরো জানান, ১৫ জন সাংসদের ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় রাউন্ডের শেষে ১,১৩৮ জন বিধায়কের ভোটের মধ্যে, দ্রৌপদী মুর্মু ৮০৯ টি এবং যশবন্ত সিনহা ৩২৯টি ভোট পান। জনসংখ্যা এবং বিধানসভার শক্তির উপর ভিত্তি করে এই ভোটের মূল্য ১.৪৯ লক্ষ। এর মধ্যে দ্রৌপদী মুর্মুই পেয়েছেন ১.০৫ লাখের বেশি, এবং যশবন্ত সিনহা পেয়েছেন ৪৪,২৭৬।
এবার ভারতীয় রাষ্ট্রপতি পদে প্রথম আদিবাসী মহিলা, জয়ী এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
প্রায় ১১ লাখের একটি নির্বাচনী কলেজের মূল্য ৬.৭৩ লাখ। এই ৬.৭৩ লাখের মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৪.৮৩ লাখ, যার মানে ৭০ শতাংশের বেশি ভোট। দ্রৌপদী মুর্মুর মোট ভোটের সংখ্যা ৫,২৩,৬০০ যেখানে সাংসদদের ভোটের মূল্য ছিল ৭০০। অর্থাৎ দ্রৌপদী পেয়েছেন মোট সাংসদ ভোটের ৭২.১৯ শতাংশ। আর অন্যদিকে বিরোধী মনোনীত প্রার্থীbযশবন্ত সিনহার মোট ভোটের মূল্য দাঁড়িয়েছে ১,৪৫,৬০০, যা মোট বৈধ ভোটের ২৭.৮১ শতাংশ।
গত সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছিল। তারই ফল বেরোল আজ, ২১ জুলাই। এখন রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ, তাঁর মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নতুন রাষ্ট্রপতি হিসেবে ২৫ শে জুলাই শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।