TV-20 বাংলা, নিশীথ দাস, কলকাতা :- গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই। এর আগে চারবার ডেকে পাঠানো হয়েছিল দাপুটে নেতাকে। কিন্তু সে তার শারীরিক অসুস্থতা সহ বিভিন্ন কারণ দেখিয়ে সিবিআইয়ের ৪ টি নোটিশ নাকোচ করেছেন। এবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মন্ডল৷ কিন্তু হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দেয়নি৷ ফলে বুধবার অনুব্রত কলকাতার নিজাম প্যালেসে সিবিআই এর দফতরে আসেন কি না সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। গরু পাচারকাণ্ডে সিবিআই তলব কেন অনুব্রত কে ? বীরভূম জেলাতে বোলপুর বিধানসভার অন্তগর্ত ইলামবাজারে রয়েছে গরু’র হাট। যা স্থানীয়দের কাছে সুখবাজার গরু’র হাট বলে পরিচিত ।এবার সিবিআইয়ের,এবার সিবিআইয়ের
সূত্রের খবর, এই হাট থেকে বাংলাদেশে গরু পাচারের সংযোগ রয়েছে। এমনকি গরু পাচারকাণ্ডের তদন্তর উৎপত্তির কারণ ২০১৪ সালে বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের তদন্ত নামে এন আই এ। যোগ আসে বীরভূম ইলামবাজার গরু হাটের। এরপরেই গরু পাচারকাণ্ডে নজর পরে তারপর এই তদন্তে এনামুল হককে সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে শুরু করে। তাই গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যই বুধবার সকাল এগারোটা নাগাদ অনুব্রতকে তলব করা হয়েছে। তিনি এবারও হাজিরা দেবেন কি না সেই বিষয় কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডল এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব করা নিয়ে কটাক্ষ করছেন তৃণমূল বিরোধী দলগুলি ।
এবার সিবিআইয়ের নোটিশে সাড়া দেবে কি দাপুটে নেতা বীরভূমের কেষ্ট?
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আশাপুরে তৃনমূলের বিক্ষোভ মিছিল।
অনুব্রত মন্ডল আজ মঙ্গলবার কলকাতা চিনারপার্কে এসে পৌঁছালেন তার নিজ ভবনে৷ তবে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসর সভাপতি অনুব্রত মণ্ডল বুধবার নিজাম প্যালেসে হাজির হবেন কিনা সেদিকেই তাকিয়ে সকল রাজনৈতিক মহল ।