ওয়েব ডেস্ক :-
১৭ পেরোলেই এবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন করতে পারবেন আবেদনকারীরা।বৃহস্পতিবার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
এতদিন কোনও আবেদনকারীর বয়স ১ জানুয়ারি অনুযায়ী ১৮ বছর হলে তবেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারতেন। তবে এবার থেকে পাল্টে যাচ্ছে সেই নিয়ম। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে কমিয়ে দেওয়া হল ভোটার কার্ডের জন্য আবেদনের বয়সসীমা। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, কোনও ভারতীয় নাগরিক ১৭ বছরের গণ্ডি পেরোলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারবেন। ১৮ বছর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। একটি বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ‘১৭ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য অগ্রিম আবেদন করতে পারে। এবং আগে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে না।
মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে প্রতিটি সিইও/ইআরও/এইআরও- দের প্রযুক্তিগত দিক থেকে আপডেট সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। দেশের যুবারা যাতে অগ্রিম ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন সেই উদ্দেশেই এই নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালের ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় আগামী বছর ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর যাঁদের বয়স ১৮ বছর হবে তাঁরা ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য অগ্রিম আবেদন করতে পারবেন।