Friday, December 6, 2024
- Advertisement -

এলাকায় মজুত থাকতে পারে বোমা তল্লাশি বোম্ব নিষ্ক্রিয় কারী দলের

- Advertisement -

এলাকায় মজুত থাকতে পারে বোমা, তল্লাশি বোম্ব নিষ্ক্রিয় কারী দলের

মিঠুন মন্ডল,পশ্চিম বর্ধমান:- গত দুইদিন ধরে জামুরিয়া বিধানসভার জামুরিয়া ব্লক টু এর শ্যামলা অঞ্চলের ভুড়ি ও ফড়ফড়ি গ্রামের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তাল হয়ে ওঠে এলাকা । ঘটনায় হয় বোমাবাজি আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন । এছাড়াও সোমবার মাঠে গরু চরাতে গিয়ে বোমা ফেটে আহত হন এক সাধারণ
গ্রামবাসী । ঘটনায় আতঙ্ক ছড়ায় গ্রামে, ভুড়ি ও ফড়ফড়ি গ্রামের বিভিন্ন জায়গায় বোমা মজুদ থাকতে পারার সন্দেহ প্রকাশ করে গ্রামবাসীরা ।

এরপরই সেই সন্দেহের নিষ্কাশন করতে মঙ্গলবার পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে এলাকায় তল্লাশি চালায় সিআইডি-র বোমা নিষ্ক্রিয় কারী দল। বোমা নিষ্ক্রিয় কারী দলের সঙ্গে রয়েছে দমকল বাহিনীও । যে জায়গায় গরু চরাতে গিয়ে ঝন্টু মন্ডল নামে এক ব্যক্তির দুহাতের চাটু বোমা ফেটে গুরুতর জখম হয়। সেই জায়গার আশেপাশের এলাকা তল্লাশি চালাচ্ছে “বোম স্কোয়াড টিম” । বর্তমানে ঝন্টু মন্ডল চিকিৎসাধীন । মঙ্গলবার বেলা বারোটা থেকে এলাকায় তল্লাশি চলছে ।সূত্রের খবর দেড় ঘন্টা তল্লাশীর পরও কোথাও বোমা পাওয়া যায়নি। তবে এই কদিনের ঘটনায় আতঙ্কিত ভুড়ি ও ফড়ফড়ি গ্রামের মানুষ ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments