টিভি ২০ বাংলা ডেক্স :-
এ যেন রূপকথার গল্পে শোনা টাকার বৃষ্টি, চারিদিকে পড়ে রয়েছে ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। এত টাকা দেখে যেন চক্ষু চড়কগাছ সকলের। টাকার পাহাড় তৈরী হয়েছে, উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন সহ ৫০ কোটি টাকার গহনা।
অনুব্রত ও পরেশের পর এবার শিল্পমন্ত্রীর দোরগোড়ায় ইডি। এই মুহূর্তের সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্ৰেপ্তার করা হয়েছে। তাকে আজকেই আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর।
গতকাল সাত সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হয় ইডি। কার্যত সেই সকাল থেকেই প্রায় ২৭ ঘন্টা ধরে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় । সূত্রের খবর বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়ে পড়েন। দুইবার তার বাড়িতে চিকিৎসকরা আসেন। কিন্তু প্রশ্নপর্বের ইতি হয়নি।
ইডি সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় তার ঘনিষ্ঠ আত্মীয় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সমস্ত টাকা, মোবাইল ফোন সহ গয়না গুলি উদ্ধার করা হয়েছে। টাকা গুণতে ব্যাঙ্ককর্মীদের নিয়ে যন্ত্রের সাহায্যে সারারাত গোনার কাজ চলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বেআইনি ভাবে স্কুলে নিয়োগের সময় এই সমস্ত টাকা ঘুষ হিসেবে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শুধুমাত্র পার্থের বাড়িতে নয় , ইবি হানা দেয় কোলকাতার আরো প্রভাবশালীদের বাড়িতে যারা বিগত দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রায় ১৪ জায়গায় ইডির ৭৫ জন অফিসার গতকাল তল্লাশি চালায় এবং পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের আত্মীয়ের বাড়িতে হানা দেয় ইডি। বর্তমানে ইডি সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের কনভয় ছুটে চলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির দিকে, মনে করা হচ্ছে, এবার মুখোমুখি জিজ্ঞাসাবাদ চলবে ইডির।
এখন প্রশ্ন একটাই, এই বিপুল অঙ্কের অর্থের উৎস কোথা থেকে?