এ এক অসাধারণ কুমির ও জেব্রার যুদ্ধ জয়ের লড়াই
খুব সম্প্রতি ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যা দেখে চমকে উঠতে হত। জঙ্গল জীবনের একটা অতি পরিচিত শব্দ ‘মাইগ্রেশন’। অনুকূল পরিবেশ ও খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যায় জন্তুরা – তাকেই মাইগ্রেশন বলে। আর যেই যাওয়ার পথে যখন কোনো নদী পরে, তখন সাঁতর কেটে সেই নদী পাড় হবার সময় বহু জেব্রাকে কুমিরের পেটে চলে যেতে হয়। এমনই একটা ভিডিও সামনে এসেছে – যা চমকে দেওয়ার মতো। একটি জেব্রা এবং কুমিরের বেঁচে থাকার যুদ্ধ! এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওটিতে ফুটে উঠেছে রোমহর্ষক এনকাউন্টারের মুহূর্ত। কী ঘটেছে? ভিডিওতে দেখা যায়, কুমিরের কড়াল দাঁতের কামড়ে আটকে একটা অসহায় জেব্রা। প্রাণপন চেষ্টা করছে বেঁচে ফেরার! কিন্তু শত্রুর শক্তিশালী চোয়ালের অসীম জোর! কিছুতেই পার পাচ্ছে না জেব্রা টা! বুঝে ওঠা যাচ্ছে না এর পরে কী হবে!
এর পরেই ঘটে গেলো নাটকীয় পরিবর্তন। কুমিরের কড়াল দাঁতের কামড়ে আটকে একটা অসহায় জেব্রা। প্রাণপন চেষ্টা করছে বেঁচে ফেরার! কিন্তু শত্রুর শক্তিশালী চোয়ালের অসীম জোর! কিছুতেই পার পাচ্ছে না জেব্রা টা! ছটফট করছে, প্রাণ বাঁচাতে মরিয়া! নেটিজেনা নিশ্চিত, এবার বুঝি ঝিমিয়ে পড়বে জেব্রা! সবাইকে চমকে দিয়ে হঠাৎই ঘুরে গেল ঘটনার মোড়! কথায় বলে না, জীবন মৃত্যু আঁচ করা সম্ভব নয়! এক্ষেত্রেও তেমন হল! আচমকাই কুমিড়ের মুখে কামড় বসাল জেব্রা! মুহূর্তের অসাবধনতায় শিথিল হয়ে গেল কুমিড়ের কামড়! আর এক লহমাও নষ্ট না করে নিজের সবটুকু শক্তি এক করে কুমিড়ের মুখ থেকে নিজেকে বাঁচিয়ে নদীর কিণারে চলে এল জেব্রাটি। আনন্দে সকলে হাততালি দিয়ে ওঠে এমন দৃশ্য দেখে।

