Wednesday, December 4, 2024
- Advertisement -

ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস মিসাইল ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করনের সফল পরীক্ষা করলো D R D O

- Advertisement -

মেহেবুব মাসুমের প্রতিবেদন :- বর্ধিত দেশীয় সামগ্রী এবং উন্নত কর্ম ক্ষমতা সহ ব্রহ্মোস সুপার সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ২০ শে জানুয়ারী সকাল ১০.৩০ টায়  ব্রহ্মোস সুপার সনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করার জন্য বৃহস্পতিবার ওড়িশার উপকূল থেকে চন্ডিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) থেকে উৎক্ষেপণ করার জন্য নিয়ে আসা হয় । এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল সফল ভাবেই উৎক্ষেপণ হয়েছে বলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দপ্তর ট্যুইট করে জানিয়েছেন।  D R D O সংস্থাটি আরও বলেছে, “ব্রাহমোস প্রোগ্রামের জন্য ফ্লাইট পরীক্ষাটি একটি বড় মাইল ফলক ছিল। অত্যন্ত চালচলন যোগ্য ক্ষেপণাস্ত্রটি তার সর্বোচ্চ পরিসীমা এবং সমস্ত মিশনের উদ্দেশ্য পূরণের জন্য সুপারসনিক গতিতে ক্রুজ করা হয়েছিল।  ক্ষেপণাস্ত্রটি উন্নত দেশীয় প্রযুক্তির সাথে সজ্জিত ছিল এবং উন্নত দক্ষতা এবং উন্নত কর্ম ক্ষমতার জন্য একটি পরিবর্তিত সর্বোত্তম গতিপথ অনুসরণ করে শত্রুপক্ষ কে যেকোনো পরিস্থিতিতে আক্রমণ করার ক্ষমতা সম্পূর্ন ছিল এই মিসাইলের।

ব্রহ্ম পুত্র এবং মস্কভা নদীর নামের সংমিশ্রণে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ডিজাইন, বিকাশ এবং উৎপাদিত ব্রহ্মোস অ্যারোস্পেস, একটি যৌথ উদ্যোগ সংস্থা যা রাশিয়ার D R D O এবং N P O M দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রাথমিক সংস্করণ ব্রাহ্মোসের প্রথম পরীক্ষা মূলক উৎক্ষেপণ ২০০১ সালে হয়েছিল। স্থল, যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং সুখোই-30 ফাইটার জেট গুলি সহ বিভিন্ন ধরণের ব্রাহ্মোস ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং সফল ভাবে পরীক্ষাও করা হয়েছে। গত বছরের 8 ডিসেম্বর, ব্রহ্মোস সুপার সনিক ক্রুজ মিসাইলের এয়ার সংস্করণটি ভারতীয় বায়ু সেনার ফ্রন্ট লাইন ফাইটার এয়ারক্রাফ্ট সুখোই-30 এম কে আই থেকে সফল ভাবে পরীক্ষা করা হয়েছিল । ওড়িশা উপকূলে

ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস মিসাইল ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করনের সফল পরীক্ষা করলো DRD

More News- পিয়ারবেড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলী হোসেন মল্লিকের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : পিয়ারবেড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলী হোসেন মল্লিকের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি । করোণা সম্পর্কে সাধারন মানুষদের আরো বেশি সচেতন করতে ও সাধারণ মানুষদের করোনা থেকে সুরক্ষিত রাখতে শুক্রবার পিয়ারবেড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও পিয়ারবেড়া অঞ্চল যুব সভাপতি আলী হোসেন মল্লিকের উদ্যোগে পিযারবেড়াতে মাক্স বিতরণ কর্মসূচি পালন করল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা । Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments