নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- ওভারলোড পাথর বোঝাই ডাম্পার ও লরি চলাচলের বিরুদ্ধে এবার অভিযানে নামল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা পরিবহন দফতর। আজ সকাল থেকে লাগাতার ভাবে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় অভিযান চালায় পরিবহন দফতরের আধিকারিকরা । অভিযানে দুটি পাথর বোঝাই ডাম্পার আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ প্রশাসন ও পরিবহন দফতরকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন বীরভূম থেকে ওভারলোড পাথর বোঝাই ডাম্পার চলাচল করছে বড়জোড়া সোনামুখী রাস্তায়। এর ফলে একাধিক দুর্ঘটনাও ঘটছে। নষ্ট হচ্ছে রাস্তা। শেষ পর্যন্ত ঘুম ভাঙে পরিবহন দফতরের। আজ বিশেষ সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর পরিবহন দফতরের আধিকারিকরা অভিযানে নামেন। সোনামুখী থানা এলাকায় অভিযান চালানোর সময় হাতেনাতে ধরা পড়ে যায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী দুটি ওভারলোড পাথর বোঝাই ডাম্পার। এরপর ডাম্পার দুটিকে আটক করে পরিবহন দফতর সোনামুখী থানার পুলিশের হাতে তুলে দেয়।
ওভারলোড পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিবহন দফতরের, আটক দুটি ওভারলোড ডাম্পার।
MORE NEWS – নিজাম প্যালেসে নয়, সোজা এসএসকেএম হাসপাতালে উডবান বেডে পৌঁছলেন অনুব্রত।
TV-20 বাংলা:- মঙ্গলবার বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সকলেই মনে করেছিলেন আজ হয়তো অনুব্রত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হবেন । কিন্তু সব জল্পনায় জল ঢেলে শেষমেস এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত। এসএসকেএম হাসপাতালের উডাবার্ণ ব্লকের ২১১ নম্বর কেবিন তাকে দেওয়া হয়েছে। গতকাল থেকেই প্রস্তুত ছিল বেডটি। ডাক্তারদের একটি দল এসে পরীক্ষা করে জানাবে তাকে এখানে ভর্তি করে রাখা হবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে। CONTINUE READING
MORE NEWS – নিয়ামতপুরে দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল TMCর , উপস্থিত মেয়র বিধান উপাধ্যায়।
কাজল মিত্র:- আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে পুরো দমে চলছে নির্বাচনী প্রচার, তাই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সাথে দলের উচ্চ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। সেই মতে আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটির নিয়ামতপুরে বুধবারে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে করা হলো এক মিছিল। তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘন সিনহা সমর্থনে মিছিল করা হলো নিয়ামতপূরের টহরম থেকে লিথুরিয়া রোড হয়ে GT রোড হয়ে নিয়ামতপুর দেবী মন্দির পর্যন্ত মিছিল করা হলো। যেখানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, CONTINUE READING