Saturday, December 7, 2024
- Advertisement -

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড করিমপুর।

- Advertisement -

নদীয়া,মাধব দেবনাথ:- কয়েকমিনিটে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড এলাকা, গাছ পোড়ে মৃত্যু এক বৃদ্ধোর। ঘটনাটি নদীয়ার করিমপুর থানা এলাকার। আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি জেলাকে কালবৈশাখী ঝড়ের সর্তকতা দেওয়া হয়েছিল। নদীয়ার একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি না হলেও করিমপুরে কয়েকমিনিটে ঝরে লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। গতকাল রাতে একাধিক জায়গায় ঝড়ের দাপটে গাছ পড়ে যায়। জানা যায় করিমপুর থানার শিকারপুর রোডের ফুলখালি এলাকায় কৃষ্ণ হালদার (৬০) নামে এক বৃদ্ধ জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন। ঝড়ের গতিবেগ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং দমকা হাওয়ার দাপটে হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে তার ওপর। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধর।

এর পাশাপাশি একাধিক ইলেকট্রিক পোল ভেঙে যায় বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এর পাশাপাশি রাস্তায় একাধিক গাছ ভেঙে পড়ায় চলাচলের অনেকটা সমস্যা হয়। যদিও পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে গাছগুলি সরিয়ে ফেলা হয় রাস্তা থেকে। তবে একাধিক ইলেকট্রিক পোল ভেঙে যাওয়ায় এখনও বিদ্যুৎহীন হয়ে রয়েছে অধিকাংশ এলাকা। বিদ্যুৎ দপ্তর এর তরফ থেকে দ্রুত কাজ চলছে।

কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড করিমপুর।

MORE NEWS – বিতর্কিত উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের কাজ শুরু, কাজ কি বহাল থাকবে নাকি বন্ধ হবে?

নিজস্ব সংবাদদাতা, ইনামূল ভূঁইয়া, বাঁকুড়া:- আজ শুক্রবার জয়পুর থানার উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ কয়েক বছর কাজ বন্ধ থাকার পর এমজি এন আর জি এস প্রকল্পের জব কার্ডের কাজ পুনরায় শুরু হল খুশি এলাকার সাধারণ মানুষ। উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের স্থানীয় নেতৃত্ব জাকির আলী খান, বাবর আলী কোটাল এর নেতৃত্বে। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির উপস্থিতি ও সুপারভাইজার ইঞ্জিনিয়ার ও পরামর্শদাতারা উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন শালতোড়া গ্রামে। CONTINUE READING

গর্ভবতী মহিলা কে বেধড়ক মারধর করা অভিযোগ উঠল, শশুর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।

Ganga গঙ্গাসাগরে জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।

দীর্ঘ ২২ বছর পর মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ব্যাক্তি ফিরে পেলেন তাঁর পরিবার।

বাঙ্গিটোলা জোতকস্তুরী এলাকায় ভাঙ্গন রুখতে, ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ সূচনা হল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments