Wednesday, December 4, 2024
- Advertisement -

কয়েক মিনিটের মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড মালদায় একটি বেসরকারি স্কুল সহ বেশ কয়েকটি বাড়ি, দোকান ঘর।

- Advertisement -

মালদা:- কয়েক মিনিটের মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড মালদায় একটি বেসরকারি স্কুল সহ বেশ কয়েকটি বাড়ি, দোকান ঘর। শুক্রবার রাত্রি ৮ টা নাগাদ এমনি দৃশ্য দেখা দিল মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের সাতটারি গ্রামে। এদিন হালকা বৃষ্টি এবং ঝড় চলাকালীন হটাৎই বিশাল আকার ধারন করে ঝড়, এরই মধ্যে সাতটারি গ্রামের বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুল ও বেশ কিছু বাড়ি সহ দোকান ঘরের অস্থায়ী ছাউনী উড়ে যায়। এর ফলে প্রায় কয়েক লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায় সাতটারি বাজারে অবস্থিত সব্জির দোকান, মোবাইলের দোকান, সেলুনের দোকান এবং একটি বেসরকারি স্কুলের সমস্ত সামগ্রী নষ্ট হয়ে যায়। এই সমস্ত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের মাধ্যমে রাজ্য সরকারের কাছে অনুদানের দাবি জানিয়েছেন গ্রাম বাসি।

কয়েক মিনিটের মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড মালদায় একটি বেসরকারি স্কুল সহ বেশ কয়েকটি বাড়ি, দোকান ঘর।

MORE NEWS – Shantipur শান্তিপুর পৌরসভার উদ্যোগে, বিভিন্ন জায়গায় প্লাস্টিক বিরোধী অভিযান।

নদীয়া, মাধব দেবনাথ:- গত পয়লা বৈশাখ থেকে শান্তিপুরে নিষিদ্ধ করা হয়েছে ৭৫ মাইক্রোনের নিচে থাকা সমস্ত প্লাস্টিক জাতীয় দ্রব্য। বারংবার মাইকিং এবং সচেতনতা প্রচারের মাধ্যমে তার সাথে সাথে ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংগঠনের বিভিন্ন মানুষের সাথে বারংবার আলোচনা করার পর সবাইকে অবগত করে দেওয়া হয় যে, পয়লা বৈশাখ থেকে শান্তিপুরের নিষিদ্ধ হতে চলেছে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক জাতীয় দ্রব্য। কিন্তু পৌরসভার নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে শান্তিপুর জুড়ে চলছিল প্লাস্টিক জাতীয় দ্রব্যের অবাধ ব্যবহার। এরকম খবর আসা মাত্রই শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন বাজার এলাকায় প্লাস্টিক বিরোধী অভিযান চালায় শান্তিপুর পৌরসভা। অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ, চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার শুভজিৎ দে, কাউন্সিলর দীপঙ্কর সাহা, অরুণ বসাক সহ একাধিক পৌর আধিকারিক বৃন্দ। CONTINUE READING

Eid ঈদ উপলক্ষে হটুগঞ্জ আইমা ইউনিট এর উদ্যোগে, শতাধিক জন দুস্থ ব্যক্তিকে নতুন বস্ত্র প্রদান।

মুখ্যমন্ত্রীর নির্দেশে কুলটিতে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা তৃণমূলের ছাত্র সংগঠনের উদ্দোগে।

Nabanna নবান্ন সভাঘর থেকে পুলিশকে সাংবাদিকদের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তিন দিনের সদ্যজাত কোলের শিশুকে নিয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments