Wednesday, December 4, 2024
- Advertisement -

করোনা বিধি মেনে ইন্দাস ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ১৫৫ টি পরিবারের হাতে পাট্টা প্রদান করা হবে আজ তার শুভ সূচনা হলো

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :- করোনা বিধি মেনে ইন্দাস ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ১৫৫ টি পরিবারের হাতে পাট্টা প্রদান করা হবে আজ তার শুভ সূচনা হলো। ইন্দাস ব্লক এবং পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে ইন্দাস ব্লকের ১৫৫ পরিবারের হাতে পাট্টা প্রদান করা হলো। ইন্দাস ব্লকের আঠপাড়া আউশনারা রোল চিচিঙ্গা গোপালগঞ্জ ছত্রখন্ড সহ একাধিক মৌজায় মোট ১৫৫ টি পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। করোনা বিধির কথা মাথায় রেখে আজ ১১ ই জানুয়ারি মোট ৪৭ টি পরিবারের হাতে পাট্টা প্রদান করা হয়। প্রান্তিক এবং ভূমিহীন দরিদ্র পরিবার গুলি হাতেই এই পাট্টা প্রদান করা হয়।আগামী দিনে বাকি ১০৮ টি পরিবারের হাতে পরবর্তী ধাপে ধাপে করণা বিধি মেনে ক্যাম্প করে এই পাট্টা প্রদান করা হবে।

ভূমি হীন পরিবার গুলো খুবই উপকৃত কারণ তাদের মাথা গোঁজার মতো আস্তানা না থাকায় সরকারি ভাবে এই পাট্টা পেয়ে খুবই উপকৃত বলেই জানালেন উপভোক্তারা এর জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানালেন। আজকের এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র চক্রবর্তী ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন শেখ ইন্দাস এর বি এল আর ও এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা।

করোনা বিধি মেনে ইন্দাস ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ১৫৫ টি পরিবারের হাতে পাট্টা প্রদান করা হবে আজ তার শুভ সূচনা হলো

More News- এই সপ্তাহে মঙ্গলাহাট বন্ধ

এই দাবি কে সামনে রেখে সোমবার দিন মঙ্গলাহাট ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশকে অমান্য করে হাটে তাদের পসরা সাজিয়ে ব্যবসা করতে থাকেন। এই কারণে পুলিশ প্রশাসন তাদের তুলে দেন। এতে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। ওমিক্রন এর সংক্রমণ রোধে হাওড়া থানা প্রশাসন মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত । হাওড়া জেলা হাসপাতাল আছে হাওড়ার সুপ্রাচীনএই মঙ্গলাহাটের গায়েই। এই হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমন কি জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী, রোগীর আত্নীয় স্বজন এই হাসপাতালে আসা যাওয়া করেন।তাই সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। রাজ্যের অন্য কোথাও জেলার সবচেয়ে বড় হাসপাতাল হাটের শাশে অবস্থিত নয়। এই কারণেই হাওড়া জেলা প্রশাসন কোভিড সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা অভিমত পোষণ করে বলেন, “জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সঠিক।” Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments