কৌশিক ঘোষ ,কোতুলপুর :- আজ 3রা ডিসেম্বর বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানার পক্ষ থেকে করনা বিষয়ে অসচেতন ব্যক্তিদের সচেতন করতে রাস্তায় নামল কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কোতুলপুর এলাকার বিভিন্ন বাজার খেলার মাঠে গিয়ে সাধারণ মানুষকে কোতুলপুর থানার পক্ষ থেকে সচেতন এর পাশাপাশি তাদেরকে মাক্স পরিয়ে দেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন ভট্টাচার্য এছাড়াও তাদেরকে জানিয়ে রাখেন পরেরদিন থেকে যদি মাক্স বিহীন এবং অযথা ঘোরা ঘুরি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোতুলপুর পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে একটি সুসজ্জিত করোনা সচেতনতা বিষয়ক ট্যাবলো বের করা হয়। করোনার গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী হওয়ায় বাঁকুড়া জেলা পুলিশ তথা কোতুলপুর থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
করোনা বিষয়ে অসচেতন ব্যক্তিদের সচেতন করতে রাস্তায় নামল কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী
More News- নতুন করে আবারও করোনা সংক্রমণ বাড়তেই তৎপর বারাসাত জেলার পুলিশ
নিশীথ দাস, রাজু দাস, – উত্তর 24 পরগনা বারাসাত :- করোনা সংক্রমনের গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী। ওমিক্রণের ও করোনার দাপটে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় গোটা দেশ। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনার সংক্রমণ রুখতে ৩ জানুয়ারি থেকে রাজ্যে জারি হয়েছে কিছু বিধি নিষেধ। এই নিষেধাজ্ঞা জারী হতেই তৎপর বারাসাত জেলা পুলিশ, বারাসাত জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি নিজেই নেমে পড়লেন রাস্তায় সঙ্গে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর ও বারাসাত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্য, বারাসাত থানার পক্ষ থেকে চলছে লাগাতার মাইকিং জনগণের উদ্দেশ্যে করোনার সচেতনার বার্তা কেউ যেন মাক্স ছাড়া রাস্তায় বের না হয়, Continue Reading