নিশীথ দাস, রাজু দাস , উত্তর 24 পরগনা :- আগামীকাল কলকাতা পৌরসভার নির্বাচন তার আগেই তৎপর পুলিশ, কলকাতা পুলিশের পাশাপাশি সংলগ্ন এলাকা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর সেই সমস্ত এলাকা গুলো নিজেই রাস্তায় নেমে সমস্ত এলাকা ঘুরে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি জানান কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেই নজরদারি রাখা হচ্ছে দমদম বা বিটি রোডের সমস্ত জায়গায় ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছে পাশাপাশি মোবাইল ভ্যান এর মাধ্যমে ও নজরদারি চালানো হচ্ছে যাতে করে বহিরাগতরা কোন ভাবেই যেন ঢুকতে না পারে মূলত তারাই উপরে চলছে পুলিশের নজরদারি ৷ কলকাতার ভোট যাতে অবাধ শান্তিপূর্ণ হয়৷
কলকাতা পৌরসভার ভোট যেন শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যেই চলছে আজ পুলিশি নাকা চেকিং
নদীয়ার শান্তিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায়, মৃত রেল লাইনের বসবাসকারী এক ব্যক্তির
কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা আয়োজিত হল জামুড়িয়ায়
লোকসভায় পাস হয়েগেল কৃষি আইন প্রত্যাহার বিল। বিরোধীদের হইহট্টগলের মধ্যে স্থগিত অধিবেশন
আরও খবর- রাজ্যের তৈরী পেগাসাস তদন্ত কমিশনের যাবতীয় নথি রাজ্যপাল কে জমা না করায়, ফের সরব রাজ্যপাল জগদীপ ধনখড়
নিজস্ব প্রতিনিধি :- ইসরায়েলি সাইবার আর্মস সংস্থা পেগাসাস যা গ্রুপ দ্বারা নির্মিত একটি স্পাইওয়্যার সফটওয়্যার । যেটি গোপনে মোবাইল ফোনের আই ও এস এবং অ্যান্ড্রয়েডের বেশিরভাগ নতুন সংস্করণে গোপনে গুপ্তচর বৃত্তির জন্য কাজ করে থাকে । কিন্তু পেগাসাস গত কয়েক মাস আগে ভারতে এমন এক কাণ্ড ঘটায় যা নিয়ে দেশজুড়ে হুল স্থূল পড়ে গিয়েছিল। এই পেগাসাস কাণ্ড নিয়ে কার্যত প্রায় নিশানা করে সোচ্চার হয়ে বিরোধী দল গুলি কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগে। এই পেগাসাস নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি তদন্ত কমিশন গঠন করেন। গত শুক্রবারেই রাজ্যের গঠিত পেগাসাস তদন্ত কমিশনের কাজে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। Continue Reading