Tuesday, March 18, 2025
- Advertisement -

কল্যানেশ্বরী অঞ্চলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এ.টি.এমের উদ্বোধন ।

- Advertisement -

কাজল মিত্র পশ্চিম বর্ধমান :-

বহু আবেদন বহু অপেক্ষার পরে কল্যানেশ্বরী অঞ্চলের আশা রিসোর্টে বুধবার দিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এ.টি.এমের উদ্বোধন করলেন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় এবং জেলা শাসক এস.অরুণ প্রসাদ।সাথে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার সহ সার্কেল হেড শিবানন্দ ভঞ্জ,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ,দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডি,উপ প্রধান রঞ্জন দত্ত সহ সমাজসেবী ভোলা সিং, মনোজ তেওয়ারী,মবিন খান প্রমূখে। তাছাড়া এটিএমের পর ওই স্থানে ব্যাংকের জন্য একটি লিখিত আবেদন দেওয়া হয় এলাকার মানুষের তরফে। এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন ২০১১থেকে জয়ের পর এলাকার মানুষের দাবি ছিলো একটি ব্যাংক ও এটিএমের।তাই আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এ.টি.এমের উদ্বোধন করা হলো।আগামী দিনে এই জায়গায় একটা ব্যাংক নির্মাণ নিয়ে ভাবনা চলছে।

সমাজসেবী তথা মাইথন কল্যানেশ্বরী হোটেল এসোসিয়েশনের সভাপতি মনোজ তেওয়ারী বলেন মাইথন কল্যানেশ্বরী অঞ্চলটি হচ্ছে একটি পর্যটন কেন্দ্র এখানে বহু মানুষ বাইরে থেকে ঘুরতে আসে।এই জায়গায় এটিএম না থাকার কারণে তাদের প্রচুর সমস্যা হতো।তাছাড়া এই অঞ্চলের মানুষের প্রয়োজনে টাকা তুলতে গেলে বহু দূরে এটিএমে যেতে হতো।এই সমস্যার কথা আমরা বিধান বাবুকে জানিয়েছিলাম তাই উনি আমাদের সমস্যার কথা ভেবে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।আজ এই অঞ্চলে একটি এটিএমের উদ্বোধন করলেন।আমাদের এলাকা বাসীর তরফে ব্যাংকের জন্য একটা লিখত আবেদন করা হলো।ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন আগামী দিনে এই অঞ্চলে ব্যাংকের নির্মাণের জন্য পরিকল্পনা করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments