Saturday, December 7, 2024
- Advertisement -

কাছের লোককে পাট্টা পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তাল রাইপুর বিডিও অফিসে।

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- দীর্ঘ দিনের দখলীকৃত জমি থেকে উচ্ছেদ করে কাছের লোককে পাট্টা পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তাল বাঁকুড়ার রাইপুর বিডিও অফিস, বিক্ষোভে সামিল তৃনমূলের একাংশও। দীর্ঘদিনের দখলে থাকা জমি থেকে তপশিলি উপজাতিভূক্ত চাষীকে উচ্ছেদ করে ব্লক প্রশাসনের কাছের লোককে পাট্টা পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তাল হল বাঁকুড়ার রাইপুর বিডিও অফিস চত্বর। এই ঘটনার প্রতিবাদে রাইপুর বিডিও অফিসের সামনে আজ সকাল থেকে লাগাতার ধর্না বিক্ষোভ চালিয়ে যান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে যোগ দেন তৃনমূল ও স্থানীয় মাঝি পারগানা মহলের একটি অংশও। তপশিলী উপজাতিভূক্ত এক ব্যাক্তির দখলে রাখা জমি থেকে উচ্ছেদ করে বিডিও অফিসের এক অস্থায়ী কর্মীকে পাট্টা দেওয়ার ঘটনায় বেশ কিছুদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল রাইপুর এলাকায়। এবার সেই ক্ষোভের আঁচ পড়ল বিডিও অফিস চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গেছে নব্বই বছরের বেশি সময় ধরে স্থানীয় মৌলাকুড়া মৌজায় ৬ ডেসিমেল পরিমাণ জমি ভোগ দখল করে আসছিলেন স্থানীয় পশুপতি দুলে, পার্বতী দুলে ও সুশান্ত দুলে। অভিযোগ সম্প্রতি ওই জায়গাটি থেকে ভোগ দখলকারীদের উচ্ছেদ করে দখল করার চেষ্টা করে রাইপুর বিডিও অফিসের অস্থায়ী কর্মী তুহীন সরকার। সূত্রের খবর ব্লক প্রশাসনের কাছের লোক হওয়াতেই তুহীন সরকারকে ওই জমির পাট্টা দিয়েছে রাইপুর ব্লক প্রশাসন। তপশীলি জাতিভূক্ত দখলদার উচ্ছেদ করে অপেক্ষাকৃত অবস্থাপন্ন ব্যাক্তির হাতে পাট্টা তুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাইপুর ব্লক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকে গোটা এলাকা। এলাকাবাসীর তরফে ওই জমির পাট্টা বাতিলের দাবিতে প্রশাসনকে সাত দিন সময় দেওয়া হয়। তারপরও ব্লক প্রশাসন পাট্টা সত্ব বাতিল না করায় আজ রাইপুর বিডিও অফিসে ধর্ণা অবস্থান শুরু করেন এলাকাবাসী। সেই ধর্নায় যোগ দেন তৃনমূল নেতৃত্বের একাংশ ও মাঝি পারগানা মহল।

কাছের লোককে পাট্টা পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তাল রাইপুর বিডিও অফিসে।

 

গভীর রাতে বোমা বিস্ফোরণের আতঙ্কে বাসিন্দারা

আন্দোলনকারীদের দাবি আমলাতান্ত্রিক ক্ষমতার জেরে সরাকারের নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বে আইনী ভাবে গরীব দখলদারদের উচ্ছেদ করে এভাবে কাছের লোকেদের পাট্টা পাইয়ে দিচ্ছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা।অবিলম্বে ওই পাট্টা বাতিল না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে এদিনের আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি মানতে চায়নি প্রশাসন। বিডিও র দাবি আইন মেনেই পাট্টা দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই পাট্টা প্রাপক হিসাবে তুহীন সরকারের নাম তালিকায় ঢোকানো হয়েছে বলে রাইপুরের বিডিও বিরুদ্ধে সুর চড়িয়েছে রাইপুর পঞ্চায়েত সমিতি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments