নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা:- কাজিপাড়ায় মতুয়াদের উপর হামলার প্রতিবাদে বারাসত চাঁপাডালি মোড় অবরোধ মতুয়া ভক্তদের মঙ্গলবার বিকালে। শান্তনা নয়, নজিরবিহীন শাস্তি চাই, ধামাচাপা মানবো না, বিচার চাই বিচার চাই, এই দাবি নিয়ে বারাসত চাঁপাডালি মোড় স্তব্দ করে দেয় অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের ভক্তরা। রিতীমত রাস্তায় বসে পরে চলে এই অবরোধ। অবিলম্বে কাজিপাড়ার ঘটনায় অভিযুক্তদের শাস্তি দিতে হবে। বারাসত চাঁপাডালি মোড়ে রাস্তায় মতুয়ারা তাদের বাজনা বাজিয়ে নাচ শুরু করে। ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ, অবরোধ চলছে, যথেষ্ট উত্তেজনা রয়েছে আন্দোলনকারী মতুয়াদের মধ্যে। বিশাল জমায়েত বারাসাত চাঁপাডালি চত্ত্বরে, ৩৫ নম্বর জাতীয় সড়ক, টাকি রোড সম্পুর্ন স্তব্দ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারাসাত থানার পুলিশ। পরে তাদের বাজনা বাজিয়ে নাচতে নাচতে মিছিল করে বারাসাত থানার সামনে এসে সবাই বসে পড়ে বিক্ষোভ দেখায় ও বারাসাত থানায় ডেপুটেশন জমা দেয়৷
কাজিপাড়ায় মতুয়াদের উপর হামলার প্রতিবাদে বারাসাত চাঁপাডালি মোড় অবরোধ মতুয়া ভক্তদের৷
MORE NEWS – উত্তর ব্যারাকপুর পৌরসভার ইছাপুর রামনগর এলাকায় তৃণমূল ওয়ার্ড সম্পাদকের বাড়ির সামনে বোমাবাজি৷
নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা জেলার উত্তর ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সম্পাদক চন্দন মিত্রের বাড়ির সামনে, সোমবার গভীর রাতে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনাস্থল ইছাপুর রামনগর এলাকায় একটি বাইকে করে ২ জন এসে বোমা ছুড়ে চম্পট দেয়৷ দুষ্কৃতীরা ছবি ধরা পড়ে চন্দন মিত্রের বাড়ির সামনে থাকা সিসিটিভি ক্যামেরায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানা পুলিশ ও ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান তথা ৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ১৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুপ্রিয়া ঘোষ৷ ঘটনা নিয়ে বলতে গিয়ে তৃণমূল নেতা চন্দন মিত্র জানান, দুষ্কৃতীদের তারা কেমন ধরনের ঘটনা ঘটানো হয়েছে এর সাথে কোন রাজনৈতিক যোগ রয়েছে বলে তিনি মনে করেন না৷
বিধানসভার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জালে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে।