Saturday, December 7, 2024
- Advertisement -

কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী।

- Advertisement -

Tv20 Bangla:- কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। বেশ কিছুদিন আগেই কাঞ্চন মল্লিকের জন্মদিনে দেখা গিয়েছিল দু’জনকেই কালো পোশাকে। গত বছর কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কের গুঞ্জনে মুখরিত ছিল টলিপাড়া।শোনা গিয়েছিল, পিঙ্কির সঙ্গে থাকাকালীনই শ্রীময়ীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন বিধায়ক-অভিনেতা। কাঞ্চন এবং শ্রীময়ীর ঘনিষ্ঠতা নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি ক্ষোভ উগরে দেন পিঙ্কিও। তাঁদের ছেলের দায়িত্ব পর্যন্ত নিতে চাননি কাঞ্চন। শুধু তাই নয়। পিঙ্কি জানান, তিনি প্রতিবাদ করায় কাঞ্চন এবং শ্রীময়ী অপদস্থ করেন তাঁকে। যদিও শ্রীময়ী কাঞ্চন দুজনেই তাঁদের ঘিরে জল্পনাকে উড়িয়েই দিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায় তাহলে কেমন পুরুষ পছন্দ শ্রীময়ীর। প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন নায়িকা, শ্রীময়ী জানান তাঁর জীবনসঙ্গী হিসেবে বয়স্ক পুরুষ পছন্দ। এমন কেউ যে শ্রীময়ীর খেয়াল রাখবে সম বয়সী কেউ নয় বরং নিজের বয়সের তুলনায় বেশি বয়সী পুরুষকেই নিজের জীবনে চান শ্রীময়ী।

কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী।

MORE NEWS – প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও কাওয়াগাব হারিপোতা শিশু সঙ্ঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির।

ময়নাগুড়ি, কনক অধিকারী:-  প্রগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও কাওয়াগাব হারিপোতা শিশু সঙ্ঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত কাওয়াগাব এলাকায় হারিপোতা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামশাই গ্রাম পঞ্চায়েতের সভাপতি দ্বিগেন্দ্রনাথ অধিকারী এবং হারিপোতা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নরেশ রায়। ক্লাব সম্পাদক রঞ্জন রায় সহ সকল সদস্যবৃন্দ। হারিপোতা শিশু সঙ্ঘের ক্লাব প্রেসিডেন্ট আচ্ছা মোহন রায় জানান, এদিনের এই রক্তদান শিবির প্রয়াত সর্গিয় রবিন্ রায়ের স্মৃতির উদ্দেশ্যে। CONTINUE READING

MORE NEWS – অবৈধ পার্কিং রুখতে ফুটপাতে উচ্ছেদ অভিযান।

নারায়ণ সরকার, মালদা, ১০ মে:- মঙ্গলবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে অস্থায়ী ভাবে গড়ে ওঠা ফুটপাতের ওপর জবরদখল হয়ে থাকা দোকান এবং পণ্যবাহী লরি অবৈধ পার্কিং সরাতে অভিযান চালাল মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা। উল্লেখ্য, মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় হইতে নলডুপি এলাকা পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হত ফলে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল প্রশাসনের। সুধু তাই নয় ব্যাপক যানজটের ফলে এম্বুলেন্স থেকে শুরু করে যাত্রীবাহী বাসকে যানজটের সম্মুক্ষিন হতে হত। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments