Saturday, December 7, 2024
- Advertisement -

কান্দিতে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরূদ্ধে।

- Advertisement -

আইয়ুব আলী, মুর্শিদাবাদ :- ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হিজল অঞ্চলের আহিরিনগর গ্রামে। জানা গিয়েছে বুধবারের দিন দুপুরে কৃষি জমিতে শুকুর শেখ নামের এক ব্যক্তি কৃষি কাজ করতে গিয়েছিল তখনই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে শুকুর শেখের উপর অতর্কিত হামলা চালায়, ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুকুর শেখের। কান্দিতে

কান্দিতে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরূদ্ধে।

ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কান্দি থানার আহিরিনগর গ্রামে, ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রানা ও কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন জমি সংক্রান্ত পুরনো একটি বিবাদের জেরে শুকুর শেখকে ধারালো অস্ত্রের কোপে খুন করেছে কয়েক জন দুষ্কৃতী। সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন এবং দোষীদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কান্দিতে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরূদ্ধে।

সব খবর এক সাথে

More News – মানবিক পরিচয় বারুইপুর জেলা পুলিশের, বারুইপুর পুলিশের সহায়তায় স্কুলে ভর্তি হলো বছর পাঁচের সুমিত।

উজ্জ্বল সরকার, বারুইপুর :-  বারুইপুর পুলিশ জেলার মানবিক পরিচয়। বার্থ সার্টিফিকেট নেই তাই স্কুলে ভর্তি করতে সমস্যা। এগিয়ে এলো বারুইপুর পুলিশ জেলার  মল্লিকপুর ক্যাপের এস আই সুকুমার রুইদাসের হস্তক্ষেপে আপাতত সমাধান। স্কুলে ভর্তি হলেন বছর পাঁচেকের এক শিশু সুমিত।

গতকাল একটি খবর প্রকাশিত হয়েছে যে সুমিত রায় নামে এক শিশুকে তার জন্মের পর তার বাবা-মা তাকে তার  খালার কাছে রেখে গেছেন। পরে তার খালা সরোজিনী নাইয়া তাকে লালন-পালন করেন। তার খালা খুব গরীব। তিনি মল্লিকপুর স্টেশনে শিশুদের খেলনা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।তিনি শিশুটিকে আনুষ্ঠানিক শিক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু শিশুটির জন্ম সার্টিফিকেট না থাকায় তাকে কোনো স্কুলে ভর্তি করা হয়নি। এ খবর পেয়ে মল্লিকপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুকুমার রুইদাস বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে শিশুটিকে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করেন। সুকুমার রুইদাসের এই মানবিক উদ্যোগে খুশি গোটা পুলিশ মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments