সঞ্জীব মল্লিক, বাঁকুড়া :- সোমবার কার্তিক বিসর্জনকে কেন্দ্র করে মেতে উঠল সোনামুখী পৌর শহরের সাধারণ মানুষ। তবে অন্যান্য বছর রাতের বেলাতে সোনামুখী পৌরশহরে কার্নিভালের মধ্য দিয়ে কার্তিক বিসর্জন সম্পন্ন হলেও এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কার্নিভাল করার অনুমতি দেয়নি বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন। সকাল থেকেই সোনামুখী পৌর শহরের বিভিন্ন কার্তিক পুজো কমিটি নিজেদের ঠাকুর নিয়ে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পুকুরে কার্তিক বিসর্জন করেন। স্বাভাবিক ভাবে ছবিটা অন্যান্য বছরের তুলনায় অন্যরকম হলেও আনন্দ-উচ্ছ্বাসে খামতি নেই সাধারণ মানুষের মধ্যে। শুধুমাত্র সোনামুখী পৌর শহরের নয় সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সোনামুখী পৌর শহরের কার্তিক বিসর্জনে অংশগ্রহণ করেন। সোনামুখী পৌর শহরে সরকারি অনুমোদন প্রাপ্ত সতেরোটি কার্তিক পুজো রয়েছে।
তাদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ” হৈমন্তী সম্মান 2021 ” প্রদান করা হবে সোনামুখী থানার পক্ষ থেকে। এদিন এই তিনটি ট্রফি নিয়ে সোনামুখী পৌর শহর প্রদক্ষিণ করা হয়। সরকারি নিয়মকে মান্যতা দিয়ে যে পুজো কমিটি গুলি প্রথম দ্বিতীয় ও তৃতীয় হবে তাদেরকে এই সম্মান প্রদান করা হবে। কার্তিক বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সোনামুখীর পৌর শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী । তাছাড়াও বিষ্ণুপুর গ্রামীণ অ্যাডিশনাল এস পি গনেশ বিশ্বাস, বিষ্ণুপুর এস ডি পি ও কুতুব উদ্দিন খান সোনামুখী থানার আই সি নিজেরা রাস্তায় নেমে বিসর্জন যাতে সঠিক ভাবে সম্পন্ন হয় তার তদারকি করেন ।
কার্তিক বিসর্জনকে কেন্দ্র করে মেতে উঠল সোনামুখী পৌর শহরের সাধারণ মানুষ
বড়জোড়ায় অনুষ্ঠিত হলো ” বিবেক চেতনা উৎসব 2022 “
জনমত গঠনে সমাজ সচেতনার প্রসারে বর্তমান যুগের সংবাদমাধ্যম ও সংবাদপত্রের গুরুত্ব
কার্তিক অভিজিৎ পাল বলেন, বিনা বারুদেও সোনামুখী পৌর শহরের মানুষের মধ্যে এত উন্মাদনা তৈরি হতে পারে আজ তা প্রমান হলো। সরকারি নিয়ম মেনে আমরা কার্তিক বিসর্জনে অংশ গ্রহণ করেছি এবং পুলিশ প্রশাসন আমাদের সব রকম ভাবে সহযোগিতা করেছে। সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক প্রদীপ লাহা জানান, সরকারি নিয়মকে মান্যতা দিয়েই সোনামুখী পৌর শহরের সরকারি অনুমোদন প্রাপ্ত সতেরোটি কার্তিক পুজো কমিটি কার্তিক বিসর্জন করেছেন।