মিঠুন মন্ডল, পশ্চিম বর্ধমান :- কিষাণ ক্ষেত মজদুর জামুড়িয়া বিধানসভার জামুড়িয়া স্টেট ব্যাঙ্কের কাছে তৃণমূল কংগ্রেস একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং, কিষাণ মোর্চার জেলা সভাপতি দেবব্রত বৈদ্য, সাধন রায়, শেখ শব্দ, সনৎ ভট্টাচার্য, প্রদীপ মুখার্জি, মৃদুল চক্রবর্তী, শেখ দিলদার, প্রেমপাল সিং এবং এই সংগঠনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নিয়ে হরেরাম সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তা নজির বিহীন। তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি দেশে কত উন্নয়ন কাজ করতে পারবেন তা ভাবুন। তিনি সভায় উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন যে তাদের যেকোন সমস্যা সমাধানে তিনি প্রস্তুত। জামুড়িয়ার জনগণের সেবা করার জন্য তিনি সর্বদা নিয়োজিত আছেন। কিষান ক্ষেতমজুর
তিনি বলেছিলেন যে সি পি আই (এম) শাসনে জামুড়িয়ার বিকাশ হয়নি, তবে তিনি সকলের জন্য একজন বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে তিনি সবার জন্য কাজ করবেন। একই সময়ে, কৃষক নেতা দেবব্রত বুদ্ধ তার বিবৃতিতে বলেছেন যে সি পি আই (এম) যুগে কৃষকরা শোষিত হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে কৃষকদের অবস্থার উন্নতি হয়েছে। বিশেষ করে হরেরাম সিং জামুড়িয়ার বিধায়ক হওয়ার পর থেকে এখানকার কৃষকরা অনেক সুযোগ-সুবিধা পেয়েছেন যা বামফ্রন্টের আমলে পাওয়া যেত না।
কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা আয়োজিত হল জামুড়িয়ায়
More News- স্কুলে নিষিদ্ধ মোবাইল ফোন
মেহেবুব মাসুম, মুর্শিদাবাদ :- স্কুল চলাকালীন কোনো ছাত্রছাত্রীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে এবার থেকে স্কুল কর্তৃপক্ষ নেবে কঠোর ব্যবস্থা! পড়ুয়াদের জন্য এই নির্দেশ জারি হয়েছে মুর্শিদাবাদের ডোমকলের হরিশঙ্করপুর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ। করোনা আবহে স্কুল খোলার পর পড়ুয়াদের স্কুল মুখি করতে নেওয়া হচ্ছে নানান কর্মসূচি, অন্যদিকে স্কুলে এসেও মোবাইল ব্যবহারে আসক্তি কাটছে না। সেই ছবি উঠে আসছে সোস্যাল মিডিয়াতেও। কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের একটি হাইস্কুল থেকে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কুলের একাদশ শ্রেণির কিছু ছাত্রীর কীর্তি৷ যেখানে দেখা যাচ্ছে দিব্বি ক্লাসে বসে ধূমপান করছে দুই ছাত্রী৷ তাদের এই সুখটানে আবার পাশ থেকে উৎসাহ দিচ্ছে কিছু ছাত্রও৷ সঙ্গে রয়েছে অশ্লীল অঙ্গভঙ্গিও৷ আর সেই দৃশ্য ক্যামেরা বন্দী করছে অপর একজন। Continue Reading