Monday, January 13, 2025
- Advertisement -

কী মিলল অর্পিতার চিনার পার্ক ফ্লাট থেকে ? তড়িঘড়ি তল্লাশি শেষ করে অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাট ছাড়লেন ইডির আধিকারিকরা ।

- Advertisement -

 

নিশীথ দাস, টিভি ২০ বাংলা :

বৃহস্পতিবার তল্লাশি শেষে তড়িঘড়ি অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাট ছাড়লেন ইডির আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের কাছে ন-পাড়া সংলগ্ন বহুতলে রয়্যাল রেসিডেন্সির
বি -৪০৪ ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে চাবির জন্য কিছুক্ষণ অপেক্ষাও করেন। কিন্তু শেষপর্যন্ত চাবি না পাওয়ায় তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। অন্যদিকে, বেলঘড়িয়ার রথতলার অভিজাত ক্লাবটাউন আবাসনের আরও একটি ফ্ল্যাটে এ দিন সন্ধ্যায় হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে এখনও চিরুনি তল্লাশি চলছে।

সূত্রের খবর, এ দিন আড়াই ঘণ্টা তল্লাশি শেষে চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি পেয়েছেন ইডি আধিকারিকরা। সেখানেই দানা বাঁধতে শুরু করেছে রহস্য। কী নিয়ে বেরিয়ে গেলেন ইডি কর্তারা? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। তাহলে কি ইডির হাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ?

প্রসঙ্গত, গত শুক্রবার অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাট ও গতকাল অর্থাৎ বুধবার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। বৃহস্পতিবার বেলা গড়াতেই অর্পিতার চিনার পার্কের কাছে, ন পাড়ার পুবপাড়ায় এই ফ্ল্যাটের হদিশ পান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, বহুতল অবসনটির নাম ‘রয়্যাল রেসিডেন্সি’। এই বাড়ির চার তলার বি -৪০৪ ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments