মিঠুন মন্ডল পশ্চিম বর্ধমান : পাণ্ডবেশ্বর এর নতুন বিলপাহাড়ি এলাকার একটা কুয়ো থেকে রবিবার বছর সত্তরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল।
পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়ার বাসিন্দা বছর সত্তরের শিবানী দেবী লোহার শনিবার বেলা ১:৩০ মিনিট নাগাদ বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি আসেননি, এমনটাই পরিবার সূত্রে জানা যায়।
মৃত বৃদ্ধার জামাই টুনটুন কর্মকার জানান,’শনিবার বেলা দেড়টা নাগাদ তার শাশুড়ি বাড়ি থেকে বের হন তারপর আর বাড়ি ফেরেননি।’সারারাত বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি। টুনটুন বাবু জানান তার শাশুড়ি মানসিক অবসাদে ভুগছিলেন।
রবিবার সকালে পাণ্ডবেশ্বর থানার পুলিশ নতুন বিল পাহাড়ের এলাকার একটা কুয়ো থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারে পুলিশের সাথে ছিল দমকলের একটা দল। ঘটনাস্থলে টুনটুন বাবুরা এসে মৃতদেহ সনাক্ত করেন এবং জানা যায় উদ্ধার হওয়া মৃত দেহটি শিবানী দেবীর। মৃতদেহ উদ্ধারকে ঘিরে ডিভিসি পাড়ায় তার পরিবারে শোকের ছায়া পড়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এর পাশাপাশি বৃদ্ধা কিভাবে ওই এলাকায় এলো এবং এই মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।