Monday, January 13, 2025
- Advertisement -

কৃষক হত্যার প্রতিবাদ ও কৃষক আন্দোলনের সমর্থনে বেলডাঙ্গায় প্রতিবাদ পথসভা

- Advertisement -

মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :-  দীর্ঘ ৩১৪ দিন পার করে প্রায় এক বছরের পথে ভারতের কৃষক আন্দোলন। গাজীপুর, টিকরি, সিংঘু বর্ডারে ঘরবাড়ি চাষ আবাদ পরিবার পরিজন ছেড়ে বর্বরোচিত কৃষি কালা কানুন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের দাবী, মোদী সরকার নির্দেশিত তিনটি কৃষি আইন বাতিল করতে হবে, বিদ্যুত আইন বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকার কৃষিবিল বাতিল করা তো দূরে থাক, নিত্য নতুন অত্যাচার চালিয়ে যাচ্ছে। আন্দোলনের গলা টিপে হত্যা করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মোদী সরকার। অথচ অন্নদাতা কৃষকদের স্বাধিকার আন্দোলন থেমে যায়নি। সংযুক্ত কিষান মোর্চার এই প্রতিবাদকে আজ দেশ ও দেশের বাইরে থেকে সমর্থন জানানো হয়েছে। ভারতবন্ধু আমেরিকা মহাদেশের কানাডাতে স্লোগান উঠেছে, সেভ ইন্ডিয়া ফ্রম ফ্যাসিস্ট। গত ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে কৃষকদের সমর্থনে ধর্মঘট পালিত হয়েছে। এরই মধ্যে সম্প্রতি লখিমপুরে উত্তরপ্রদেশের এক মন্ত্রীর কুলাঙ্গার পুত্র আন্দোলনরত কৃষকদের উপর নির্মম ভাবে গাড়ি চালিয়ে হত্যা চালিয়েছে। ভারত বাংলা এমনকি বিদেশেও চলছে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ। এদিন বেলডাঙ্গা আঞ্চলিক পরিষদ এর এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে কৃষক হত্যার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের পথসভা বিশাল না হলেও তা ছিল আন্তরিকতায় পরিপূর্ণ। এদিন সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন আব্দুল হালিম বিশ্বাস, আব্দুল খতিব, তাজমত সেখ, আব্দুর রউফ, আসিফ বিশ্বাস সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বুদ্ধিজীবীগণ। মঞ্চ থেকে কৃষক হত্যার তীব্র নিন্দা জানানো হয় সেই সাথে বর্বর সরকারের জনবিরোধী নানা প্রকল্পের তীব্র নিন্দা জানানো হয়। বেলডাঙ্গা আঞ্চলিক পরিষদ আপামর জনসাধারণকে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments