বাইজিদ মন্ডল , ডায়মন্ড হারবার :- একশো দিনের বকেয়া অর্থ ও বাংলার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং দিনের পর দিন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে সারা রাজ্য জুড়ে তারই প্রতিবাদে সরব হয়, রাজ্যের মন্ত্রী থেয়ে শুরু করে সকল ব্লক স্থরের তৃনমূল কর্মী সমর্থক রা।তার পাশাপাশি এদিন ব্লক২ তৃনমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে বিকেলে নারায়ণ তোলা থেকে প্রতিবাদ মিছিল শুরু করে সরিষা আশ্রম মোড় পর্যন্ত, পায়ে হেঁটে বিক্ষোভে আওয়াজ তুলল ডায়মন্ড হারবার সরিষা রাজপথে।
পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। এই প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিলো চোখে পড়ার মত।এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, ব্লক২ সভাপতি অরুময় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,যুব নেতা মাহবুবার রহমান গায়েন,কবিরুল ইসলাম,নীতিশ মোদক, মইদুল মোল্লা সহ ব্লক২ সকল প্রধান,উপপ্রধান ও আরও অন্যান্য নেতৃত্ব রা।একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ স্লোগান ধ্বনিত হয় মিছিলে, সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে স্থানীয় বিধায়ক কে সঙ্গে নিয়ে এই পথসভা হয়।