কেন গ্রিনল্যান্ডের অধিকার নিতে মরিয়া ট্রাম্প
এখন নয়, বেশ কয়েক বছর ধরেই গ্রিনল্যান্ডের অধিকার নিতে মরিয়া আমেরিকা। এই মুহূর্তে গ্রিনল্যান্ডের অধিকার নেদারল্যান্ডের হাতে থাকলেও সেখানে চিন ও রাশিয়া ধীরে ধীরে অধিকার বিস্তার করছে – যা একদম পছন্দ নয় আসমেরিকার। ট্রাম্প জানিয়েছেন, জাতীয় প্রতিরক্ষার কারণেই মূলত গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে চান তিনি। এবং এর ফলে গ্রিনল্যান্ডে রাশিয়া ও চিনের ক্রমবর্ধমান প্রভাবও অস্তমিত হবে। আসলে গ্রিনল্যান্ডে প্রচুর ধাতু রয়েছে, যা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে জরুরি উপাদান। এর মধ্যে মোবাইল, ইলেকট্রিক গাড়ি, অস্ত্রশস্ত্রে ব্যবহৃত হওয়া বিরল ধাতুও রয়েছে। চিন যেখানে এই ধরনের ধাতুর ভাণ্ডার হওয়ায় আধিপত্য জারি করে রেখেছে, সেখানে গ্রিনল্যান্ড হাতে পেলে আমেরিকার প্রভাব আরও বাড়বে।
ভৌগলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ, তবে এর ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ ভূরাজনৈতিক সম্পর্ক রয়েছে। আর সেখানেই আপত্তি আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প চেয়ারে বসার আগেই কানাডাকে আমেরিকার ৫১তম প্রদেশ করা কিংবা পানামা খালের নিয়ন্ত্রণ আমেরিকার দখলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। এটা স্পষ্ট ট্রাম্পের মাথায় আবার সাম্রাজ্যবাদী ভাবনার প্রকাশ ঘটেছে। তাছাড়াও গ্রিন ল্যান্ডে এমন কিছু খনিজ পদার্থ আছে যা আমেরিকার অর্থনীতির বিকাশের খুব সহায়ক। গ্রিনল্যান্ডে প্রচুর ধাতু রয়েছে, যা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে জরুরি উপাদান। এর মধ্যে মোবাইল, ইলেকট্রিক গাড়ি, অস্ত্রশস্ত্রে ব্যবহৃত হওয়া বিরল ধাতুও রয়েছে। চিন যেখানে এই ধরনের ধাতুর ভাণ্ডার হওয়ায় আধিপত্য জারি করে রেখেছে, সেখানে গ্রিনল্যান্ড হাতে পেলে আমেরিকার প্রভাব আরও বাড়বে।

