শুভ্রাচল চৌধুরীর বাঁকুড়া : – পুজোর বাকি আর মাত্র ৬১ দিন আর এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে খুঁটি পুজো। পুজোর দৌড়ে পিছিয়ে নেই বাঁকুড়া জেলাও। গতকাল খুঁটি পূজার মাধ্যমে পূজো প্রস্তুতির শুভ আরম্ভ করলো বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনার, শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি।
বিগত দুদিন বছর ধরে বাঁকুড়া জেলার সেরা সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছিল তারা। গত বছর তাদের থিম ছিল ‘নারী নির্যাতন ও তার প্রতিকার’ যা বাঁকুড়া জেলার সেরা থিম পুজো হিসেবে বিবেচিত হয়েছে। এ বছর আরো বড় করে থিম পুজোর আয়োজন করতে চলেছে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিত। তবে এখনই তারা পূজোর থিম সম্পর্কে কিছু না বললেও এবারের থিম সমাজের স্বার্থে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলেই তাদের দাবী। গতকাল খুঁটি পুজোর মাধ্যমেই শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পূজো প্রস্তুতি শুভারম্ভ অনুষ্ঠান সম্পন্ন হল। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন অতিথিবর্গ থেকে শুরু করে ছাতনা সুপার স্পেশালিস্ট হসপিটালের BMOH ডাক্তার অতনু পাত্র সহ এলাকার বহু মানুষ। গত বছর তাদের পুজোর থিম দেখবার জন্য লাখো মানুষের সমাগম হয়। এ বছর থিম পুজোর মাধ্যমে জেলার পুজো গুলির মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো বিশেষ নজর কাড়বে বলেই জানিয়েছে পূজো উদ্যোক্তারা। তবে এখনি থিম সম্পর্কে কিছুই জানাতে চান না তারা !
এ বছরের থিম কি সত্যিই মানুষের নজর কাড়বে? দর্শকদের সাথে সাথে সেদিকে চোখ থাকবে আমাদেরও টিভি ২০ বাংলার ।