Thursday, July 10, 2025
- Advertisement -

কেমন থাকবে আজকে সারাদিনের আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক এক নজরে

- Advertisement -

কেমন থাকবে আজকে সারাদিনের আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক এক নজরে

নিউজ ডেস্ক ব্যুরো :- আবহাওয়ার খামখেয়ালিপনায় উদ্ভ্রান্ত অবহবিদেরাও। রবিবার বিকেলে কয়েক মুহূর্তে লন্ডভন্ড হয়ে গেছে জলপাইগুড়ির একটা অংশ। কিন্তু তা কি কাল বৈশাখী ও মিনি টর্নেডো? উত্তর নেই তাদের কাছে। এদিকে বাংলা জুড়ে শুরু হয়েছে প্রবল তাপ প্রবাহ। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে সামান্য কালবৈশাখীর দেখা পেলেই তাপ বেড়েই চলেছে। এমনকি আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যেতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া (Weather) দফতর। সেই সাথে বজায় থাকবে কালবৈশাখীর দাপট। আজও রাজ্যের কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ রবিবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে এর জেরে তাপমাত্রা কমবে তো না উল্টে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি বাড়বে উত্তরের পার্বত্য এলাকায়।

সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দুই ২৪ পরগনা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইবে এইদিন। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মোটামুটি শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। আগামী সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আগামী দুই দিনে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। এদিকে ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। আগামী কয়েকদিনে তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা ।

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal): আজ রবিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবো কোচবিহার ও জলপাইগুড়িও। তবে বিকেলের দিকে যেকোনো মুহূর্তে জলপাইগুড়ির মতো টর্নেডোর সৃষ্টি হতেই পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments