Friday, March 21, 2025
- Advertisement -

কেলেঘাই নদীর উপর  প্রায় এক কিলোমিটার বাঁশের সেতু আতঙ্কে এলাকাবাসী।

- Advertisement -

 

চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :- এ এক বিচিত্র দৃশ্য,কেলেঘাই নদীর উপরে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি বাঁশের পুল।একদিকে পূর্ব মেদিনীপুর এর পটাশপুর অপরদিকে পশ্চিম মেদিনীপুরের এর সবং।

একদিকে পটাশপুরের বিধায়ক উত্তম বারিক অন্যদিকে সবং এর রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। পটাশপুরের সবজি বিখ্যাত অন্যদিকে সবং এর মাদুর বিখ্যাত।দুই জেলার কৃষি ক্ষেত্রে বাণিজ্যিক হয় এই পুলের উপর দিয়ে।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ পুলের উপর মানুষ ভয়াবহ ভাবে যাতায়াত করে ।আবার কখনো বিপদ ও ঘটছে।বামফ্রন্টের  জামানা থেকে তৃণমূলের জামানা একই অবস্থা ।

দুই জেলার বাসিন্দারা বহুবার পাকা পুলের দাবি করলেও তা এখনও পর্যন্ত থেকেই গেলো বাঁশের পুল।এখন শুরু হলো ভরা বৃষ্টি কাল।কয়েকদিনের পর এই কেলেঘাই ফেঁপে  উঠবে জলে।

গত বছর এই নদীর ভয়ংকর রূপে ভাঙন হয়েছিল।এখনও সেই আতঙ্ক যায়নি স্থানীয় বাসিন্দাদের কাছে।আদৌ কি দীর্ঘ বাঁশের পুল পাকা হবে নাকি এমন ভাবনা থেকে গেলো বাসিন্দাদের মুখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments