টিভি ২০বাংলা ডেস্ক :-
এসএসসি দুর্নীতি মামলায় জড়িত পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় রয়েছে ইডি র হেফাজতে। এরই মাঝে বৃহস্পতিবার বিকেল ৫টায় তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেখের ডাকা বৈঠকে তৃনমূল ভবনে সামিল হতে চলেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। কি হতে চলেছে বৈঠকের সিদ্ধান্ত সেইদিকে তাকিয়ে রাজ্যবাসী।
২২ শে জুলাই অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তির খোঁজের পর আবারও গতকাল বেলঘরিয়ার আবাসনে মেলে
কাঁড়ি কাঁড়ি টাকা। ইতিমধ্যে, পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে একটি ট্যুইটে কুণাল ঘোষ তাঁকে মন্ত্রিত্ব ও সমস্ত দলীয় পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন। সরাসরি নাম না উল্লেখ করলেও একই সুর সোনা যায় দেবাংশুর গলায় ও। এই বৈঠকের পর কি হতে চলেছে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর অবস্থান তা নিয়ে জল্পনায় রয়েছে রাজনৈতিক ও অরাজনৈতিক উভয় মহল।
কুণাল ঘোষ বলেন, এর আগে আমি এই বিষয় নিয়ে আমার মতামত জানিয়ে ছিলাম। এবার তা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে দল। আর তাই ডাকা হয়েছে বৈঠক। তিনি বলেছেন এর আগে আমি যখন গ্রেফতার হয়েছিলাম, তখন আমি বলতে পেরেছিলাম আমি নির্দোষ নিজের বিবেকের কাছে খুব পরিষ্কার ছিলাম। কিন্তু এক্ষেত্রে একাধিকবার সাংবাদিকদের মাইকের মুখোমুখি হয়েও নিজেকে নির্দোষ বলে দাবি করতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী।