নিজস্ব প্রতিনিধ, কোতুলপুর:- আবারও পথ দুর্ঘটনার সাক্ষী হল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর চেকপোস্ট এর এস আর পাম্প এর কাছে। আরামবাগ গামি একটি অলটো গাড়ি এস আর পেট্রোল পাম্প এর পাশে দাঁড়িয়ে থাকা মোটরবাইকে ধাক্কা মারে। মোটর বাইকে থাকা তিন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তিনি আহত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে গাড়িটি ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায় । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ।তিন আহত ব্যক্তিকে কোতুলপুর থানার অন্তর্গত পুলিশ গগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরেকজনের অবস্থার বেগতিক দেখে তাকে আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তৃতীয় জন গগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । ওই তিন ব্যক্তির নাম রাজীব ঘোষ, প্রতীক পান এবং অরুণ পোড়েল। তিনজনই কোতুলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।