Tuesday, March 25, 2025
- Advertisement -

কোভিড সংক্রমনের হার বৃদ্ধির কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিশেষ নির্দেশিকা

- Advertisement -

টিভি 20 বাংলা ডেস্ক :- দিনের পর দিন কোভিড সংক্রমনের হার বেড়েই চলেছে, ভারত সহ গোটা বিশ্বে । তবুও হুশ ফিরছে না মানুষের ।  ভিড় জমাতে থাকছে বাজার রাস্তা ঘাটে। নেই মাস্ক আর এই বিপন্ন মারণ ভাইরাস রোগ এক বিবর্ণ রূপ ধারণ করে ভয়াবহ এক ব্যাসের পরিধির মধ্যে বিশ্বের মানবজাতিকে আটকে রেখেছে। আর কোভিডের বৃদ্ধি কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও বাজার কমিটির সাথে বৈঠকের মধ্যদিয়ে কোভিড সংক্রান্ত আলোচনা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোভিড সংক্রমনের হার বৃদ্ধির কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিশেষ নির্দেশিকা। সকাল ৬ টা থেকে ১০ টা এবং দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার, দোকানপাট।

সেখানে বলা হয়েছে আগামী 9ই জানুয়ারী থেকে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা এলাকা এবং ভরতপুর ১, ভরতপুর ২ এবং বহরমপুর ব্লকে সকাল ৬ টা থেকে ১০ টা অবধি খোলা থাকবে সমস্ত সবজি বাজার, মাছের বাজার, মাংসের দোকান, মুদিখানার বাজার। ভরতপুর সবজি বাজার, সালারে সবজি বাজার, বড়ঞার সবজি বাজারও। কান্দী পৌরসভা এলাকার সবজি বাজারও খোলা থাকবে সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত।

কোভিড সংক্রমনের হার বৃদ্ধির কারনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিশেষ নির্দেশিকা

দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে পোষাকের দোকান, সোনার দোকানে, মিষ্টির দোকান, বই, খাতার দোকান, জামাকাপড়ের দোকান। কান্দী পৌরসভা এলাকার জামাকাপড়, গহনার দোকান, বই, খাতার দোকান, মিষ্টির দোকানও খোলা থাকবে দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা অবধি।

More News- নিম্নচাপের জেরে চিন্তামগ্ন কৃষি দফতর,প্রভাবিত হতে পারে এমন জেলাগুলোতে কৃষি দফতরের পক্ষ থেকে সতর্কতা

প্রতিবেদন, চয়ন দাস :- নিম্ন চাপের জেরে বৃষ্টির সম্ভাবনাকে সামনে রেখে কৃষি দফতরের সতর্কতা জারি হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই উপদেশ কৃষি দফতরের। মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে প্রভাবিত হতে পারে এমন জেলা গুলোর জেলা শাসকদের উপদেশ পত্র পাঠানো হয়েছে, তা জানালেন রাজ্যের কৃষি মন্ত্রী। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম এই জেলা গুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দ্রুত মাঠের ধান কেটে নেওয়ার পাশাপাশি আলু চাষীদের আলু রোপণের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রমশ অগ্রসরের পথে ঘূর্নিঝড়। চিহ্নিত জেলা গুলোর চাষীদের কথা মাথায় রেখে “অ্যাডভাইজারি” জারি করেছে নবান্ন। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments